For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আতিশী বিতর্কে গৌতম গম্ভীরের পাশে দাঁড়ালেন হরভজন সিং

পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের আপ প্রার্থী আতিশী মারলেনাকে কু-কথা কাণ্ডে ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের পাশেই দাঁড়ালেন তাঁর প্রাক্তন সতীর্থ ক্রিকেটার হরভজন সিং।

  • |
Google Oneindia Bengali News

পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের আপ প্রার্থী আতিশী মারলেনাকে কু-কথা কাণ্ডে ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের পাশেই দাঁড়ালেন তাঁর প্রাক্তন সতীর্থ ক্রিকেটার হরভজন সিং।

আতিশী বিতর্কে গৌতম গম্ভীরের পাশে দাঁড়ালেন হরভজন সিং

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফারে চেন্নাই সুপার কিংসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামার আগে ২০১১-র বিশ্বকাপ জয়ী দলের সতীর্থের সমর্থনে ব্যাট ধরেছেন টার্বুনেটর। কোনো রাখঢাক না রেখে বলেছেন, ভোটে জেতা-হারা স্বতন্ত্র ব্যাপার, তবে গম্ভীর এমন কাজ করতেই পারেন না। কারণ, প্রাক্তন কেকেআর অধিনায়ককে তিনি যতটা দেখেছেন, সেই ব্যক্তিত্ব কখনওই কোনো মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেননি বলেও দাবি করেছেন হরভজন সিং। তাই পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের আপ প্রার্থী আতিশী মারলেনাকে কুকথা প্রসঙ্গে গৌতম গম্ভীরের নাম জড়িয়ে দেওয়ায় তিনি ধাক্কা খেয়েছেন বলেও জানিয়েছেন টার্বুনেটর।

[আরও পড়ুন:শুভেন্দু-গড়ে বিজেপিকে চ্যালেঞ্জার হয়ে উঠতে পারবে, একনজরে তমলুকের ভোট ইতিহাস ][আরও পড়ুন:শুভেন্দু-গড়ে বিজেপিকে চ্যালেঞ্জার হয়ে উঠতে পারবে, একনজরে তমলুকের ভোট ইতিহাস ]

উল্লেখ্য, পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের বিরুদ্ধে তাঁকে 'গো-মাংস ভোজী বেশ্যা' বলে উল্লেখ করে লিফলেট ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে কেঁদে ফেললেন ওই কেন্দ্রেরই আপ প্রার্থী আতিশী মারলেনা। এমনকী অন্ধ্রপ্রদেশে শিক্ষকতা করার সময় এক শিক্ষকের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার মতো গর্হিত অভিযোগও লিফলেটে তাঁর বিরুদ্ধে আনা হয়েছে বলে দাবি করেছেন আতিশী মারলেনা। বলেছেন, দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কেও তাঁর নাম জড়িয়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন:ভোটের দুদিন আগে অস্ত্রে শান বিজেপির! গান্ধী পরিবারের ঘনিষ্ঠকে আক্রমণ মোদীর][আরও পড়ুন:ভোটের দুদিন আগে অস্ত্রে শান বিজেপির! গান্ধী পরিবারের ঘনিষ্ঠকে আক্রমণ মোদীর]

আতিশী মারলেনার অভিযোগ সরাসরি উড়িয়ে তাঁর এবং দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে জানিয়েছেন গৌতম গম্ভীর। বলেছেন, দিল্লির নাগরিক হিসেবে এরকম মুখ্যমন্ত্রী পেয়ে তিনি লজ্জিত।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন ]

English summary
Harbhajan backs Gambhir on Atishi row, says he can never talk like that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X