For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌প্রস্তুতি শুরু তিহার জেলে, নির্ভয়ার ফাঁসির তিনদিন আগে আসবে ফাঁসুড়ে

‌প্রস্তুতি শুরু তিহার জেলে, নির্ভয়ার ফাঁসির তিনদিন আগে আসবে ফাঁসুড়ে

Google Oneindia Bengali News

নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের চার সাজাপ্রাপ্তকে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার সময় ফাঁসিকাঠে ঝোলানো হবে তিহার জেলে। আগের বারের মতোই এ বারও তিহার জেলে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই প্রস্তুতির অন্তর্গত তিহার জেলে তিনদিন আগেই এসে পৌঁছাবে ফাঁসুড়ে।

নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করা হয়

নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করা হয়

চারজন দোষী মুকেশ কুমার, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা ও পবন গুপ্তার ফাঁসি হওয়ার কথা ছিল ৩ মার্চ। কিন্তু তা পিছিয়ে যায় পবন কুমারের ক্ষমা প্রার্থনার আবেদন দেশের রাষ্ট্রপতি খারিজ করে দেয়। দণ্ডপ্রাপ্তদের আবেদন অবসান অর্জনের জন্য তাদের আবেদন প্রত্যাখ্যান করার পরে ১৪ দিনের সময়সীমা মঞ্জুর করা হয়। এই সময়ের পরই নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করা হয়।

পবন জল্লাদ দেবে ফাঁসি

পবন জল্লাদ দেবে ফাঁসি

যেমনটা আগে নির্ধারণ ছিল সেই কথামতো মিরুটের পবন জল্লাদই নির্ভয়ার চারজনকে ফাঁসির দড়িতে ঝোলাবেন। তৃতীয় প্রজন্মের ফাঁসুড়ে পবনের হাতেই হবে চারদোষীর ফাঁসি। সংশোধনাগারের ডিএসপি সন্দীপ গোয়েল বলেন, ‘‌পবন জল্লাদ, মিরুটের ফাঁসুড়ে, তাঁকে ১৭ মার্চ (‌মঙ্গলবার)‌, ফাঁসির তিনদিন আগেই চলে আসতে বলা হয়েছে।' জল্লাদ তিহার জেলে আসার পর তাঁকে দিয়ে ফাঁসির মহড়া করানো হবে। ‌এই মহড়ার মধ্য দিয়ে বোঝা যাবে যে ফাঁসিকাঠটি একসঙ্গে চারজন আসামির ওজন নিতে পারবে কিনা।

নিয়মিত মেডিক্যাল পরীক্ষা

নিয়মিত মেডিক্যাল পরীক্ষা

মৃত্যুদণ্ড কার্যকরের আগে চারজন দোষীকে রোজ স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। কাউন্সেলিংও হচ্ছে তাদের। মুকেশ, পবন ও বিনয় তাদের পরিবারের সঙ্গে দেখা করে নিয়েছে। অক্ষয়ের বাকি রয়েছে পরিবারের সঙ্গে দেখা করা।

২০১২ সালে ২৩ বছরের ডাক্তারি ছাত্রীকে দিল্লিতে চলন্ত বাসে ছ'‌জন মিলে ধর্ষণ করে। এই ঘটনার পর গোটা দেশ ক্ষোভে জ্বলে ওঠে। ছ'‌জনের মধ্যে একজন দোষী রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করে ও একজন ঘটনার সময় কিশোর ছিল বলে তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়। তিনবছর পর সে ছাড়া পেয়ে যায়।

English summary
hangman to reach tihar jail before three days of nirbhaya convicted execution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X