মধ্যে মাত্র ২ দিন, নির্ভয়া কাণ্ডে ৪ জনের ফাঁসি কার্যকর করতে হাজির পবন জহ্লাদ
২০ মার্চ, নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত ৪ জনের ফাঁসি নির্ধারিত হয়েছে। তার তিনদিন আগে তিহার জেলে পৌঁছে গিয়েছেন ফাঁসুড়ে সিন্ধি রাম, ওরফে পবন জহ্লাদ। জেল সূত্রে খবর বুধবার ওই ফাঁসুড়ে ডামি ফাঁসি কার্যকর করবেন।

২০১২ সালে নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন মুকেশ কুমার সিং(৩২), পবন গুপ্তা(২৫), বিনয় শর্মা(২৬), অক্ষয় কুমার সিং(৩১) । ২০ মার্চ, শুক্রবার ভোর ৫.৩০-এ এই চারজনের ফাঁসি হওয়ার কথা রয়েছে। রবিবার জেল কর্তৃপক্ষ জানিয়েছিল ফাঁসুড়েকে বলা হয়েছে তিনদিন আগে রিপোর্ট করতে।
ফাঁসুড়ে পবন জহ্লাদের বাড়ি উত্তরপ্রদেশের মিরাটে। সাত সন্তানের পিতা তিনি। পাঁচ মেয়ে এবং ২ ছেলে রয়েছে তাঁর। তাঁর বাবা মাম্মু সিং এবং ঠাকুরদা কাল্লু জহ্লাদও ফাঁসুড়ে ছিলেন। ঠাকুরদার বাবাও ব্রিটিশ সময়ে ফাঁসুড়ের দায়িত্ব পালন করেছিলেন।
এর আগে আইনি বাধার কারণে ফাঁসির দিন পিছিয়েছে বারে বারে।
মঙ্গলবার অন্যতম দোষী সাব্যস্ত মুকেশ সিং দিল্লি আদালতে পিটিশন দখিল করে দাবি করেছে যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন সে রাজধানীতেই ছিল না।