For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌অ্যালকোহল রয়েছে এমন স্যানিটাইজারই বেশি কার্যকর করোনাকে দূরে রাখতে

‌অ্যালকোহল রয়েছে এমন স্যানিটাইজারই বেশি কার্যকর করোনাকে দূরে রাখতে

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রকোপের ফলে ভারত ও বিশ্বের অন্যপ্রান্তে হঠাৎই স্যানিটাইজারের চাহিদা বেড়ে গিয়েছে। এটা অস্বীকার করার কোনও কারণ নেই যে হ্যান্ড স্যানিটাইজার এই পরিস্থিতিতে কতটা জরুরি এবং তা এই ধরনের জীবাণুর ঝুঁকি থেকে কিছুটা হলেও রক্ষা করে। কিন্তু সব হ্যান্ড স্যানিটাইজার করোনা ভাইরাসের বিরুদ্ধে সমানভাবে কার্যকর নয়।

জীবাণু থেকে রক্ষা করে স্যানিটাইজার

জীবাণু থেকে রক্ষা করে স্যানিটাইজার

হ্যান্ড স্যানিটাইজাররা রোগজনিত জীবাণু থেকে রক্ষা করতে পারে, বিশেষ করে যখন হাতের কাছে সাবান ও জল মজুত থাকে না এবং সেই সময় স্যানিটাইজার প্রমাণ করে যে বিভিন্ন রোগজনিত জীবাণু থেকে তা রক্ষা করতে কার্যকর। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে প্রধানত দুই ধরনের স্যানিটাইজার রয়েছে। একটি অ্যালকোহল যুক্ত ও দুই অ্যালকোহল বিহীন।

অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার

অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার

নাম অনুসারে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজারগুলির মধ্যে বিভিন্ন পরিমাণ এবং বিভিন্ন ধরণের অ্যালকোহল রয়েছে, সেগুলিতে অ্যালকোহল ৬০% থেকে ৯৫% এর মধ্যে থাকে। এই স্যানিটাইজারগুলিতে সাধারণত আইসোপ্রোপিল অ্যালকোহল, ইথানল (ইথাইল অ্যালকোহল) বা এন-প্রোপানল থাকে। অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার অনেক ধরনের জীবাণু মারতে সহায়ক, এমআরএসএ এবং ই কয়েল প্রমাণ করেছে যে তারা জীবাণুর বিরুদ্ধে কতটা কার্যকর। ইনফ্লুয়েঞ্জা এ জীবাণু, রাইনোভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস, এইচআইভি ও করোনা ভাইরাস মারতে এই স্যানিটাইজারগুলি দারুন। অ্যালকোহল যুক্ত স্যানিটাইজারে ৬০ শতাংশ অ্যালকোহল থাকতেই হবে তবেই তা জীবাণু রোধ করতে সফল হবে।

অ্যালকোহল মুক্ত স্যানিটাইজার

অ্যালকোহল মুক্ত স্যানিটাইজার

অন্যদিকে অ্যালকোহল মুক্ত হ্যান্ড স্যানিটাইজারগুলিতে অ্যালকোহলের পরিবর্তে এক-চতুর্থাংশ অ্যামোনিয়াম যৌগ বলে কিছু থাকে। এই স্যানিটাইজারগুলি জীবাণু হ্রাস করতে কার্যকর তবে অ্যালকোহলের চেয়ে কম কার্যকর। তার কারণ এই স্যানিটাইজারে কম অ্যালকোহল থাকে।

English summary
Hand sanitizers can protect against disease-causing microbes, especially when you do not have access to soap and water and they can also prove effective in reducing the number and type of microbes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X