For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Halwa Ceremony: বাজেটের আগে হালুয়া খাওয়ালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ! কেন জানেন?

হাতে আর মাত্র কয়েকটা দিন। অর্থমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আগামী কয়েকদিন কোনও যোগাযোগই থাকবে না । বাজেটের আগে এমন নিয়ম কেন?

  • |
Google Oneindia Bengali News

Budget 2023 Halwa Ceremony: হাতে আর মাত্র কয়েকটা দিন! আগামী ১লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর তার আগে প্রথা মেনে 'Halwa Ceremony' হয়ে গেল অর্থমন্ত্রকে। 2023-24 আম বাজেট সংক্রান্ত নথি প্রিন্টিংয়ের জন্যে পাঠানো হয়েছে। অর্থমন্ত্রকের মধ্যেই বাজেট প্রেসেই রীতি মেনেই এই 'Halwa Ceremony' করা হয়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman), কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী Bhagwat Kishanrao Karad সহ মন্ত্রকের একাধিক আধিকারিক এই অনুষ্ঠানে যোগ দেন।

গত বছর করোনা মহামারীর কারণে অনুষ্ঠানের কিছুটা পরিবর্তন করা হয়েছিল। এবার একেবারে রীতি মেনে করা হয়েছে এই উৎসব।

কেন হয় হালুয়া উৎসব

কেন হয় হালুয়া উৎসব

ভারতে যে কোনও শুভ কাজ শুরু করার আগে প্রথমেই মিষ্টি খাওয়ানোর পরম্পরা আছে। ঠিক সেভাবেই বাজেট পেশ করার আগে অর্থমন্ত্রী এই হালুয়া অনুষ্ঠান করে থাকেন। আর এই পরম্পরা দীর্ঘদিন ধরে চলে আসবে। বাজেট পেশ করার আগে আদৌতে মুখ মিষ্টি করা হয় এভাবেই। যেখানে মন্ত্রকের সমস্ত আধিকারিকরা তো থাকেনই, অন্যান্য কর্মীরাও সামিল হন বলে জানা যায়। গত বছর ডিজিটাল বাজেট পেশের পরে অর্থমন্ত্রকের কর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছিল।

মন্ত্রকে থাকবেন আধিকারিকরা

মন্ত্রকে থাকবেন আধিকারিকরা

গত বছর করোনার কারণে হালুয়া অনুষ্ঠান করা হয়নি। কিন্তু এই বছর প্রজাতন্ত্র দিবসের দিনেই এই অনুষ্ঠান হল। আর আজ বৃহস্পতিবার থেকেই আগামী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত বাজেটের সঙ্গে যুক্ত আধিকারিকরা অর্থমন্ত্রকের মধ্যেই থাকবেন। মূলত বাজেট খুবই গোপন একটি ব্যাপার। যাতে কোনও তথ্য (Budget Document) ফাঁস না হয়ে যায় সেই কারণেই আগামী ১০ দিনের গোটা বিশ্বের সঙ্গে আলাদা হয়ে থাকেন মন্ত্রক এবং বাজেটের সঙ্গে যুক্ত আধিকারিকরা। এমনকি বাড়িতেও যেতে দেওয়া হয় না।

হালুয়া অনুষ্ঠানের পর শুরু হয় লক-ইন পিরিয়ড

হালুয়া অনুষ্ঠানের পর শুরু হয় লক-ইন পিরিয়ড

বাজেট তৈরি এবং এর ছাপানোর সঙ্গে যুক্ত আধিকারিক এবং কর্মচারীদের লক ইন পিরিয়ড হালুয়া উৎসবের পর থেকেই শুরু হয়। গত করোনার বিষয়টিকে মাথায় রেখে পেপারলেস বাজেট পেশ করা হয়েছিল। বাজেট পেশের ইতিহাসে প্রথমবার পেপারলেস বাজেট পেশ হয় গত বছর। তবে কোর টিমকে লক ইন পিরিয়ডে পাঠানোর আগে শুধুমাত্র মিষ্টি খাওয়ানো হয়েছিল। একবার লক ইন পিরিয়ড শুরু হওয়ার পর কোনও বাইরের ব্যক্তি অর্থমন্ত্রকে ঢুকতে পারেন না। এমনকি মোবাইল নেটওয়ার্ক ঠিক ভাবে কাজে আসেনা। শুধুমাত্র খুব প্রয়োজনে ল্যান্ড ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়।

English summary
Halwa ceremony conducted today by finance minister nirmal sitharaman, know about this tradition before budget
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X