For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্চের মধ্যে বন্ধ হতে চলেছে দেশের ৫০ শতাংশ এটিএম! প্রমাদ গুনছে ফেডারেশন

২০১৯ সালের মার্চ মাসের মধ্যে দেশের মোট এটিএম কাউন্টারের অর্ধেক বন্ধ হতে চলেছে বলে প্রমাদ গুনছে কনফেডারেশন অব এটিএম ইন্ডাস্ট্রি।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের মার্চ মাসের মধ্যে দেশের মোট এটিএম কাউন্টারের অর্ধেক বন্ধ হতে চলেছে বলে প্রমাদ গুনছে কনফেডারেশন অব এটিএম ইন্ডাস্ট্রি। শহর ও গ্রামাঞ্চল - দুই জায়গাতেই বহু এটিএম উঠে যেতে পারে।

মার্চের মধ্যে বন্ধ হতে চলেছে দেশের ৫০ শতাংশ এটিএম! প্রমাদ গুনছে ফেডারেশন

সারা দেশে এই মুহূর্তে ২ লক্ষ ৩৮ হাজার এটিএম রয়েছে। যার মধ্যে বেশ কয়েক হাজার কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যেতে চলেছে। পরে বন্ধ হতে পারে আরও। যার ফলে প্রধামন্ত্রী জনধন যোজনার মতো প্রকল্প মারাত্মক ধাক্কা খেতে পারে। কারণ অনেকেই এই প্রকল্পের কারণে এটিএম থেকে গ্রামে-গঞ্জে টাকা তুলে থাকেন।

বর্তমানে হার্ডওয়্যার ও সফটওয়্যারের জন্য এটিএম রেগুলেটরি গাইডলাইন, নগদ ম্যানেজমেন্টের নিয়ম, নগদ ভরতে ক্যাসেট সোয়াইপ প্রক্রিয়ায় অনেক বদল এসেছে। যার প্রভাব এতে পড়ছে বলে সংগঠন মনে করছে।

এর ফলে এই কাজের সঙ্গে যুক্ত অনেকে কাজ হারাবেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শুধু নিরাপত্তারক্ষী নন, এটিএম মেশিন রক্ষণাবেক্ষণ, নগদ ভরে দেওয়া সহ একাধিক কাজে প্রচুর কর্মী নিয়োগ হয়। যার ফলে কর্মসংস্থানে টা পড়তে চলেছে।

English summary
Half of ATMs in India may be shut down by March next year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X