For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর দল শাসিত রাজ্যের মসজিদ তৈরিতে পাক জঙ্গি সংগঠনের হাত! এনআইএ-র দাবিতে চাঞ্চল্য

ভারতের মসজিদে টাকা ঢালার অভিযোগ, পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার বিরুদ্ধে। বিজেপি শাসিত হরিয়ানার পালওয়াল জেলার এক মসজিদ এই মুহুর্তে জাতীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের মসজিদ তৈরিতে অর্থ সাহায্যের অভিযোগ, পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার বিরুদ্ধে। বিজেপি শাসিত হরিয়ানার পালওয়াল জেলার এক মসজিদ এই মুহুর্তে জাতীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছে। এনআইএ-র দাবি, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করের টাকায় তৈরি হয়েছে মসজিদটি।

মোদীর দল শাসিত রাজ্যের মসজিদ তৈরিতে পাক জঙ্গি সংগঠনের হাত! এনআইএ-র দাবিতে চাঞ্চল্য

মুম্বই হামলায় লস্কর যোগ প্রমাণিত হয়েছে। অন্যদিকে আমেরিকার তরফ থেকে লস্কর প্রধান হাফিজ সইদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হরিয়ানার পালওয়াল জেলার উত্তাওয়ার গ্রামের খুলাফালা-ই-রশিদিন মসজিদে ৩ অক্টোবর অভিযান চালায় এনআইএ। একদিন আগেই জঙ্গিদের অর্থ সাহায্য কাণ্ডে মসজিদের ইমাম মহম্মদ সলমান-সহ তিনজনকে গ্রেফতার করেছিল এনআইএ।

এনআইএ-র তরফে দাবি করা হয়েছে, দুবাইয়ে থাকা পাকিস্তানের এক নাগরিক কামরানের কাছ থেকে ইমাম ৭০ লক্ষ টাকা সাহায্য পেয়েছিলেন। হাওলার মাধ্যমে সেই টাকা পেয়েছিলেন ইমাম। এনআইএ-র দাবি, কামরান লস্করের হয়ে কাজ করে এবং ভারতে জঙ্গি কার্যকলাপের পিছনে ওই ব্যক্তিই অর্থসাহায্য করে থাকে।

যদিও, পালওয়ালের উত্তাওয়ার গ্রামের বাসিন্দাদের দাবি, মসজিদ নির্মাণে লস্কর অর্থ সাহায্য করেনি।

গ্রামের প্রধান রমেশ প্রজাপতি বলেছেন, জমিটি আইনগত ভাবে পরিষ্কার এবং গ্রামবাসীরাই মসজিদ নির্মাণে টাকা দিয়েছেন।

ইমামকে গ্রেফতারের পর এখন এনআইএ-র প্রশ্নের মুখে মসজিদের বাকি কর্মকর্তারা। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে। মসজিদ তৈরির অনুদানের যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখছে এনআইএ।

English summary
Hafiz Saeed's LeT funded a Haryana mosque claims NIA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X