For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Gyanvapi Case: এখনই কার্বন ডেটিং নয়! এই তারিখেই বড় নির্দেশ আদালতের?

জ্ঞানবাপী মামলায় (Gyanvapi Masjid row) ‘শিবলিঙ্গে'র কার্বন ডেটিং নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বারাণসীর আদালত। আজ শুক্রবার এই গুরুত্বপূর্ণ নির্দেশ আসার কথা ছিল। কিন্তু কার্বন ডেটিং নিয়ে মুসলিম পক্ষকে জবাব দেওয়ার জন্যে সময়

  • |
Google Oneindia Bengali News

জ্ঞানবাপী মামলায় (Gyanvapi Masjid row) 'শিবলিঙ্গে'র কার্বন ডেটিং নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বারাণসীর আদালত। আজ শুক্রবার এই গুরুত্বপূর্ণ নির্দেশ আসার কথা ছিল। কিন্তু কার্বন ডেটিং নিয়ে মুসলিম পক্ষকে জবাব দেওয়ার জন্যে সময় আরও চারদিন দিল আদালত।

এখনই কার্বন ডেটিং নয়!

বলে রাখা প্রয়োজন, বিতর্কিত জ্ঞানবাপী মসজিদ মামলায় মুসলিমপক্ষের তরফে একটি আবেদন করা হয়েছে। আর সেই আবেদন শুনতেই আজ ৭ তারিখ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল। আবেদনে মসজিদ কমপ্লেক্সের ভিতরে পাওয়া কাঠামোর কার্বন ডেটিং (Shilling Carbon Dating) করার কথা বলা হয়েছিল।

সেই বিষয়ে আজ শুক্রবার শুনানি হয়। যেখানে আদালত আগামী ১১ তারিখ মুসলিম পক্ষকে এই সংক্রান্ত জবাব দেওয়ার কথা বলা হয়েছে। সেদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে কোনও নির্দেশ শোনানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আজ শুক্রবার মামলার শুনানিতে হিন্দুপক্ষের তরফে বেশ কিছু সওয়াল করা হয়।

হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু জৈন বলেন, আদালত দুটি বিষয় স্পষ্ট করতে বলেছে। সেই মতো মসজিদের ভিতরে যে কাঠামো পাওয়া গিয়েছে তা এই মামলার সঙ্গে যুক্ত সম্পত্তির অংশ কিনা সেই মতো আদালত জানাতে বললে তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিষ্ণু জৈন। অন্যদিকে আদালত বৈজ্ঞানিক তদন্তের জন্য কমিশন জারি করতে পারে সে বিষয়ে আদালতকে হিন্দুপক্ষের উত্তর জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।

এবার এই বিষয়ে মুসলিমপক্ষ তাঁদের বক্তব্যও জানাবে বলে খবর। বলে রাখা প্রয়োজন, বিশ্বনাথ শিবমন্দির লাগোয়া রয়েছে জ্ঞানবাপি মসজিদ। অযোধ্যার রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্ট ঐতিহাসির রায় দেওয়ার পরেই জ্ঞানবাপি মসজিদ নিয়ে তৎপরতা শুরু হয়। সেখানে আগে শিবমন্দির ছিল দাবি করে আদালতে মামলা করেন ৫ মহিলা।

তাঁদের আবেদনের প্রেক্ষিতে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে ভিডিও গ্রাফির মাধ্যমে সার্ভে করা হয় সেখানে।

English summary
verdict on 11th October in a plea to seek scientific probe on shivling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X