For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেলফি তুলে গিনেস বুকে নাম লেখাতে গবেষণার চাকরি ছাড়লেন এক যুবক

  • |
Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ১৯ সেপ্টেম্বর : সেলফি তুলে গিনেস বুকে নাম লেখাতে হবে। ঘণ্টায় সর্বাধিক সেলফি তোলার রেকর্ড করতে হবে। এসবই বেশকিছু মাস ধরে ঘুরপাক খাচ্ছিল হায়দ্রাবাদের বাসিন্দা ভানু প্রকাশের (২৪) মাথায়। [কিম কার্ডাশিয়ানের "খোলামেলা" সেলফি! না দেখলে পস্তাতে হবে]

সেজন্য গত অগাস্ট মাসে হাসপাতালে গবেষণার কাজে কর্মরত থাকা ভানু চাকরি ছেড়ে দিয়েছেন। কারণ তিনি মার্কিন খেলোয়াড় প্যাট্রিক পিটারসনের এক ঘণ্টায় তোলা ১৪৪৯টি সেলফির রেকর্ড ভাঙতে চান। সেজন্য অনেক অনুশীলন প্রয়োজন। আর সেজন্যই কর্মে ইতি টেনেছেন ভানু। [সাপের সঙ্গে 'সেলফি' তুলে হাসপাতালে দুই যুবক]

সেলফি তুলে গিনেস বুকে নাম লেখাতে গবেষণার চাকরিতে ইস্তফা

এই বছরের মে মাসে অফিস থেকে বাড়ি ফিরছিলেন ভানু। বাসে বসে শুনতে পান, পাশে বসা কয়েকটি যুবক সেলফি নিয়ে আলোচনা করছে। সেসময়ই ডোয়েন জনসনের তোলা তিন মিনিটে ১০৫ টি সেলফির ব্যাপারে জানতে পারেন তিনি। [প্রসব যন্ত্রণায় কাতর নগ্ন মহিলার সঙ্গে সেলফি তুললেন চিকিৎসক]

সেই থেকে শুরু, এরপরে অফিস হোক বা বাড়ি অথবা কোনও পাবলিক প্লেস, সারাক্ষণ সেলফি তোলা অনুশীলন করে চলেছেন ভানু। বিশ্বরেকর্ড করতে ইচ্ছুক ভানু প্রকাশ গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদনও জানিয়েছেন। ['নগ্ন সেলফি'-র আবদার হবু বরের, বিয়ের বানচাল ক্ষুব্ধ কনের]

আর সেজন্য অনুশীলনে যাতে কোনও খামতি না থাকে, তাই হাসপাতালে গবেষণার কাজ থেকেও ইস্তফা দিয়েছেন ভানু। তাঁর কথায়, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চাকরি করে সেলফি তোলা যাচ্ছিল না। সেজন্যই তিনি চাকরি ছেড়েছেন। [ভাই-বোনকে নিয়ে তোলা বলিউড তারকাদের 'সেলফি'-র কয়েকঝলক]

ভানু জানিয়েছেন, আপাতত হাত ও কব্জির জোর বাড়াতে নানা অনুশীলন করছেন তিনি। ঘণ্টার পর ঘণ্টা সেলফি স্টিক উঁচু করে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকছেন। তাঁর লক্ষ্য ঘণ্টায় ১৮০০টি সেলফি তুলে নয়া বিশ্বরেকর্ড গড়ার। ভানুর স্বপ্ন সত্যি হয় কিনা এখন সেটাই দেখার। [পারফেক্ট সেলফি-র জন্য মেনে চলুন এই নিয়মগুলি!]

English summary
Guy quits his job to try to break the world record for selfies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X