For Quick Alerts
For Daily Alerts
(ছবি) টানা বৃষ্টিতে প্লাবিত গুয়াহাটি, বিপর্যস্ত জনজীবন
গুয়াহাটি, ২৭ জুন: টানা বৃষ্টিতে জল থইথই হয়ে পড়ল গুয়াহাটি। শুক্রবার বৃষ্টির জেরে জলে আবদ্ধ হয়ে যায় গোটা শহর। জায়গায় জায়গায় চলেছে নৌকো। রিকশাতে চেপেও পা গুটিয়ে বসে থাকতে হয়েছে। জল কোথাও কোমর সমান, কোথাও পেট সমান। এমন বৃষ্টি চলতে থাকলে অবস্থা আরও খারাপ হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বৃষ্টিপাতের জেরে এখনও পর্যন্ত মারা গিয়েছেন আটজন।

বেঞ্চ যখন সেতু!
স্কুলের সামনে জমেছে জল। তাই বেঞ্চের ওপর দিয়ে হেঁটে অন্দরে প্রবেশ পড়ুয়াদের।

কত জল!
জল উঠে গিয়েছে রিকশার পা-দানিতেও। কোমর সমান জল ঠেলেই যাত্রা।

ভরসা নৌকো
রাবারের নৌকোতে চেপে যাতায়াত। গুয়াহাটির একটি মহল্লায়।

এত্তা জঞ্জাল!
জলে ভাসছে নোংরা। কিন্তু কী আর করা! সেই নোংরা জল দিয়েই গমনাগমন।

জল ঠেলে
রাস্তায় জমা জল ঠেলে দুই যুবক চললেন মোটর সাইকেলে চেপে।