For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুগ্রামে ছাত্র হত্যায় সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন পরিবারের

ছেলের নৃশংস হত্য়ার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল গুরুগ্রামের মৃত ছাত্রের পরিবার।এইমধ্যেই এই ঘটনায় গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের দুই আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

স্কুলে ছেলের নৃশংস হত্য়ার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল গুরুগ্রামের মৃত ছাত্রের পরিবার। এইমধ্যেই এই ঘটনায় গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের দুই আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গুরুগ্রামে ছাত্র হত্যায় সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন পরিবারের

এদিকে, ছাত্র হত্যার ঘটনায়, রায়ান ইন্টারন্যাশনাল গ্রুপের সিইও রায়ান পিন্টো এবং তার তাঁর বাবা-মা(যাঁরা এর প্রতিষ্ঠাতা) মুম্বই হাইকোর্টে অন্তবর্তী জামিনের জন্য আবেদন করেছেন।

এদিকে, স্কুলের সামনে বিক্ষোভে লাঠি চালনার জন্য গুরগাঁও-এর সোহনা রোডে সদর পুলিশ থানার এসএইচওকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে, নয়ডা এবং গ্রেটার নয়ডায় রায়ান গ্রুপের অন্য স্কুলগুলিতেও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ চলছে।

গুরগাঁও-এর পুলিশ প্রধান সন্দীপ কিরওয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্কুলের আইনি প্রধান ফ্রান্সিস থমাস এবং এইচআর হেড জিয়ার থমাসকে গ্রেফতার করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নিরজা বাত্রাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন তিনি। তদন্তের জন্য গঠিত তিন সদস্যের কমিটি বেশ কিছু ফাঁক খুঁজে পেয়েছে। সিসিটিভির অভাব, ছাত্র এবং ড্রাইভার কন্ডাক্টরদের আলাদা টয়লেট না থাকা, স্কুলের সীমানা প্রাচীর না থাকাকে তুলে আনা হয়েছে এই রিপোর্টে।

গুরুগ্রামে ছাত্র হত্যায় সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন পরিবারের

ছাত্রকে যৌন নিগ্রহ এবং বাধা পাওয়ায় গলায় ছুড়ি চালিয়ে ছাত্র হত্যায় অভিযুক্ত স্কুল বাসের কন্ডাক্টর অশোক কুমারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। হরিয়ানা পুলিশ ঘটনার তদন্তে চোদ্দোটি তদন্তকারী দল গঠন করেছে। বিশেষ তদন্তকারী দল মুম্বই গিয়েছে গ্রুপ সিইও এবং গ্রুপ ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদের জন্য।

মৃত ছাত্রের বাবা ইতিমধ্যে ঘটনার সিবিআই তদন্তের দাবিতে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সর্বোচ্চ আদালত এবিষয়ে কেন্দ্র এবং হরিয়ানা সরকারের মত জানতে চেয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ ঘটনাটি নিয়ে সিবিএসই বোর্ডে মতও জানতে চেয়েছে। সরকার এবং সিবিএসইকে তিন সপ্তাহের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। ঘটনাটি শুরু স্কুলের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশ ব্যাপী এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে আদালত।

English summary
The father of murdered student approached SC seeking CBI probe, which prompted the apex court to seek responses from the Centre and Haryana.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X