For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঙ্গলবার করে মাংসের দোকান বন্ধ থাকবে হরিয়ানার এই শহরে

মাংসের দোকান বন্ধ গুরুগ্রামে

Google Oneindia Bengali News

এবার থেকে প্রত্যেক মঙ্গলবার গুরুগ্রামে বন্ধ থাকবে মাংসের দোকান। গুরুগ্রামের মিউনিসিপ্যাল কর্পোরেশন (‌এমসিজি) শহরজুড়ে এমন নির্দেশ জারি করেছে। বৃহস্পতিবার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে এমসিজি। ‌কয়েকজন কাউন্সিলর এই বিষয়টি নিয়ে সরব হওয়ার পরই প্রত্যেক মঙ্গলবার মাংসের দোকান বন্ধ থাকার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার করে মাংসের দোকান বন্ধ থাকবে হরিয়ানার এই শহরে


হরিয়ানা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন ২০০৮–এর বিধান অনুসারে মিউনিসিপ্যাস কর্পোরেশনের হাতে ক্ষমতা রয়েছে সপ্তাহের একদিন মাংসের দোকান বন্ধ করে রাখার। এমসিজির কমিশনার বিনয় প্রতাপ সিং জানিয়েছেন যে খাদ্য সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ এবং এ নিয়ে কারোর আপত্তি তোলা উচিত নয়। এমসিজি মাংসের দোকান মালিকদের লাইসেন্স প্রদান পুনরায় শুরু করার বিষয়েও আলোচনা করেছিল এবং লাইসেন্স ফি ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

কাউন্সিলর অশ্বিনী শর্মা (‌২৩ নম্বর ওয়ার্ড)‌ ও ধরমবীর সিং (‌২১ নম্বর ওয়ার্ড)‌ জানান যে লাইসেন্স ফি ৫০ হাজার করে দেওয়া উচিত এবং মাংসের দোকান প্রত্যেক মঙ্গলবার করে বন্ধ থাকার প্রস্তাব দেন তাঁরা। সপ্তাহে একদিন মাংসের দোকান বন্ধ থাকার প্রস্তাবে সায় দিয়েছেন মেয়র মধু আজাদ এবং এটা অনুমোদিত হয়। লাইসেন্স ফি ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করে দেওয়ার ওপরও অনুমোদন দেয় এমসিজি।

কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে যে গুরুগ্রামে ১২৯টি লাইসেন্সপ্রাপ্ত মাংসের দোকান রয়েছে। এছাড়াও দেড়শোরও বেশি মাংসের দোকান চলে লাইসেন্স ছাড়াই।

হারের ভয়ে ইভিএম পাহারা দেওয়ার কথা বলছেন মমতা! তৃণমূলকে পাল্টা তোপ বিজেপিরহারের ভয়ে ইভিএম পাহারা দেওয়ার কথা বলছেন মমতা! তৃণমূলকে পাল্টা তোপ বিজেপির

English summary
gurugram meat shops asked to remain shut on Tuesdays
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X