For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুক লাইভ করে আত্মহত্যা গুরুগ্রামে, পুলিশকে না জানিয়ে দেহ সৎকারের পর শুরু তদন্ত

অবসাদগ্রস্ত এক ২৮ বছরের যুবক ফেসবুকে লাইভ ভিডিও করে আত্মহত্যা করলেন গুরুগ্রামে।

  • |
Google Oneindia Bengali News

অবসাদগ্রস্ত এক ২৮ বছরের যুবক ফেসবুকে লাইভ ভিডিও করে আত্মহত্যা করলেন গুরুগ্রামে। নিজের বাড়িতেই সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন অমিত নামে ওই যুবক। পুলিশ জানিয়েছে, তিনি হরিয়ানার পতৌদির কাছে হাইলি মান্ডি এলাকার বাসিন্দা।

ফেসবুক লাইভ করে আত্মহত্যা গুরুগ্রামে, পুলিশকে না জানিয়ে দেহ সৎকারের পর শুরু তদন্ত

অমিত বেশ কয়েকমাস ধকে অবসাদে ভুগছিলেন। এই অবসাদগ্রস্ততা থেকেই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। ঘটনার পর পুলিশকে না জানিয়েই পরিবার দেহের সৎকার করে দিয়েছে। যার পর এখন তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার স্ত্রীয়ের সঙ্গে লড়াই হয় অমিতের। কথা কাটাকাটির পরে প্রীতি শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তারপরই অমিত ফেসবুকে লাইভ স্ট্রিমিং করে আত্মহননের পথ বেছে নেন। গুরুগ্রাম পুলিশের পিআরও সুভাষ বোকেন জানান, গত কয়েকমাস ধরে অবসাদের কারণে পণ্ডিত ভগবত দয়াল শর্মা পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউশন অব মেডিক্যাল সায়েন্সে অমিতের চিকিৎসা চলেছে।

প্রসঙ্গত, স্যোশাল মিডিয়ায় লাইভ আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে। কিছুদিন আগে বাংলায় শিলিগুড়ির বাসিন্দা অরিন্দম দত্ত লাইভ স্ট্রিমিং করে আত্মহত্যা করেন। তিনি ব্লাড ক্যানসারে ভুগছিলেন। ফলে এভাবেই নিজের জীবন শেষ করেন। কয়েকজন বাঁচানোর চেষ্টা করেও বিফল হন।

English summary
Gurugram horror: Man live-streams suicide on Facebook after tiff with wife
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X