For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরু রবিদাসের জন্মদিন, তাই পাঞ্জাবে ভোট স্থগিত করা নিয়ে EC-র বৈঠক

গুরু রবিদাসের জন্মদিন, তাই পাঞ্জাবে ভোট স্থগিত করা নিয়ে EC-র বৈঠক

  • |
Google Oneindia Bengali News

মানুষের আস্থার কাছে বড় বড় নিয়ম পরিবর্তন হয়েছে, নির্বাচনও বোধহয় তার বাইরে৷ সম্প্রতি পাঞ্জাবে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আস্থাকে গুরুত্ব দিতে গেলে বদলাতে হয় খোদ বিধানসভা নির্বাচনের দিন। শুনতে অদ্ভুত হলেও এবার ঠিক এ বিষয়েই সিদ্ধান্ত নিতেই পাঞ্জাবে বৈঠকে বসতে চলছে নির্বাচন কমিশন।

গুরু রবিদাসের জন্মদিন, তাই পাঞ্জাবে ভোট স্থগিত করা নিয়ে EC-র বৈঠক

১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মবার্ষিকী৷ যিনি পাঞ্জাবের এক বড়অংশের এসসি সম্প্রদায়ের মানুষের কাছে আস্থার প্রতীক। তাই তাঁর জন্মদিনে পাঞ্জাবের বড় অংশের মানুষ বারানসী আসেন প্রতিবছর। এই অনুষ্ঠানটি গুরুপূর্ব নামেই পরিচিত পাঞ্জাবে৷ কোভিড পরিস্থিতিতেও যাতায়াতে বিশেষ কড়াকড়ি না থাকার কারণে পাঞ্জাবের মোট জনসংখ্যার বড় অংশের মানুষ বারানসি যেতে পারে বলে মন করছে রাজনৈতিক দলগুলি৷ এবং সেখান থেকে বিজেপি, পাঞ্জাব লোক কংগ্রেস এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণ সিং চান্নি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে ১৪ তারিখ নির্বাচন স্থগিত রাখার জন্য৷ প্রসঙ্গত ১৪ ফেব্রুয়ারি এক দফায় নির্বাচন ও ১০ মার্চ ফলাফল হওয়ার ঘোষণা করেছিল নির্বাচন কমিশন৷

নির্বাচন কমিশন সূত্রে এএনআইকে জানানো হয়েছে যে ১৬ ফেব্রুয়ারী গুরু রবিদাস জয়ন্তীর কারণে রাজ্য (পাঞ্জাবে) বিধানসভা নির্বাচন স্থগিত করার অনুরোধগুলি খতিয়ে দেখতেই সোমবার বৈঠকে বসছে EC, ১৬ ফেব্রুয়ারি পাঞ্জাব থেকে বিপুল সংখ্যক এসসি সম্প্রদায়ের মানুষরা ১৪ থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে উত্তর প্রদেশের বারানসি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাঞ্জাবের জনসংখ্যার প্রায় ৩২ শতাংশ তফসিলি জাতি সম্প্রদায়ের মানুষ রয়েছেন৷ তাই বড় অংশের ভোটার ভোট নসও দিতে পারেন এই আশঙ্কা রয়েই যায়৷ সে কারণেই মূলত পাঞ্জাবে নির্বাচন স্থগিত করার ভাবনা আসছে৷

প্রসঙ্গত এবারের বিধানসভা নির্বাচনের আগে পাঞ্জাবে একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটছে৷ কিছুদিন আগেই পাঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পদ থেকে ইস্তফা দিয়েই খান্ত হননি সঙ্গে কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করে সিধুর নেতৃত্বাধিন কংগ্রেসকে নাস্তানাবুদ করার হুমকি দিয়ে রেখেছেন৷ পাঞ্জাব বিধানসভায় বিজেপি, অমরিন্দরের দল এবং আকালি জোট বেঁধেছে৷ অন্যদিকে সিধু কংগ্রেসের রাজ্য প্রধান হলেও মুখ্যমন্ত্রী চান্নির সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা মধূর নয় বলেই জানা গিয়েছে৷ অন্যদিকে শেষ কয়েক বছরে পাঞ্জাবে শক্ত মাটি তৈরির কাছাকাছি রয়েছে আম আদমি পার্টি। এসবের মাঝেই পাঞ্জাব নির্বাচনে এবার টানটান উত্তেজনা রয়েছে৷ তাই আজকে নির্বাচন কমিশনের এই বৈঠকের দিয়ে চোখ থাকছে অনেকেরই৷

Weather Update: একধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি, জেলাগুলির তাপমাত্রা ১০-এর নিচে! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাসWeather Update: একধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি, জেলাগুলির তাপমাত্রা ১০-এর নিচে! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

English summary
Guru Rabidas's birthday, EC meeting on postponing the vote in Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X