For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরু নানকের জন্মদিনের মাস, শিখ ব্যক্তি মসজিদের জন্য তাঁর জমি দান করলেন

গুরু নানকের জন্মদিনের মাস, শিখ ব্যক্তি মসজিদের জন্য তাঁর জমি দান করলেন

Google Oneindia Bengali News

অযোধ্যা মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে রাম মন্দিরের পাশাপাশি অযোধ্যাতে মসজিদের জন্য পাঁচ একর জমি দেওয়া হবে। সেটা কবে পাওয়া যাবে তা এখনও ঠিক না হলেও তার আগেই সম্প্রীতির নজির গড়লেন ৭০ বছরের এক শিখ বৃদ্ধ।

গুরু নানকের জন্মদিনের মাস, শিখ ব্যক্তি মসজিদের জন্য তাঁর জমি দান করলেন


জানা গিয়েছে, ৫৫০তম গুরু নানক দেবের জন্মদিন উপলক্ষ্যে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে ওই শিখ বৃদ্ধ মসজিদের জন্য জমি দান করেছেন। সুখপাল সিং বেদি নামের ওই সমাজ কর্মী রবিবার এই ঘোষণা করেন পুরকাজি শহরে। তিনি নগর পঞ্চায়েত চেয়ারম্যান জাহির ফারুকির হাতে ৯০০ স্কোয়ার ফিট জমির নথি তুলে দেন। জানা গিয়েছে, পুরকাজি টাউনে মুসলিমদেরই বসবাস বেশি। সুখপাল সিং জানান, গুরু নানক শিখিয়েছিলেন সবাইকে এক ভাবতে এবং শ্রদ্ধা করতে। তাঁর দেখানো পথেই তিনি শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়ানোর জন্যই এই জমি দান করেছেন। উভয় সম্প্রদায়ের মানুষই সুখপালের এই ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার পদক্ষেপের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

প্রসঙ্গত গত ৯ নভেম্বর অযোধ্যার বিতর্কিত মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। যেখানে শীর্ষ আদালত রাম মন্দিরের পক্ষে রায় দেওয়ার পাশাপাশি কেন্দ্রকে পাঁচ একর জমি মুসলিমদের দেওয়ার কথা জানিয়েছে। অযোধ্যাতেই রাম মন্দিরের পাশেই গড়ে উঠবে মসজিদ। সুন্নি ওয়াকফ বোর্ডকে এই পাঁচ একর জমি দেওয়া হবে।

English summary
Bedi said he wanted to spread the message of peace and communal harmony citing Guru Nanak's teachings of treating all people equally and with respect.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X