For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিষ খাইয়ে দেনাদারকে খুন, গ্রেফতার 'সম্পত্তি পিপাসু' মহাজন

Google Oneindia Bengali News

গুরগাঁও, ১৭ আগস্ট : এক ব্যবসায়ীকে বিষ খাইয়ে খুন করার অভিযোগে গ্রেফতার হল এক মহাজন। শুক্রবার ধার নেওয়া টাকা সুদ সহ ফেরৎ দিতে রেওয়াড়ি গিয়েছিলেন ওই ব্যবসায়ী, কিন্তু টাকা নেওয়ার পর তাঁকে ষড়যন্ত্র করে বিষ খাইয়ে খুন করা হয় বলে অভিযোগ। [ দুঃস্বপ্নের স্মৃতি ফিরল : পশ্চিম মেদিনীপুরে কলেজের মধ্যেই পিটিয়ে ছাত্র খুন]

মৃত ব্যবসায়ীর নাম বিজয় শর্মা। পতৌডির হেলি মান্ডির বাসিন্দা ছিলেন তিনি। শুক্রবার জানাউলা গ্রামে টাকা ফেরত দিতে যান বিজয়। মহাজন কুলদীপ যাদবের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন বিজয়। সে টাকা ফেরত দিতেই যাওয়া। টাকার বিনিময়ে বাড়ির কাগজ যা তিনি কুলদীপের কাছে রেখেছিলেন তা ফেরত পেয়ে যাবেন বলে ভেবেছিলেন। [অক্ষয় কুমারের ছবিতে অনুপ্রাণিত হয়ে খুন করে গ্রেফতার কিশোর]

বিষ খাইয়ে দেনাদারকে খুন, গ্রেফতার 'সম্পত্তি পিপাসু' মহাজন

যদিও পরে ফোন নিজের পরিবার ফোন করে বিজয় জানান, তার সন্দেহ হচ্ছে কুলদীপের বাড়িতে যে পানীয় তাকে দেওয়া হয়েছিল তাতে কিছু মেশানো ছিল। ওটা খাওয়ার পর থেকেই অসুস্থ অনুভব করছেন তিনি। [ একটি মেয়ের দিকে তাকানোর জন্য ১৩ বছরের ছাত্রকে খুন করল সহপাঠীরাই]

তিনি এও জানান, কুলদীপ টাকা নিয়ে নিয়েছে, কিন্তু বাড়ির কাগজ পত্র ফেরত দেয়নি। এও খবর শোনার সঙ্গে সঙ্গে বিজয়ের পরিবার জানাউলা বাসস্ট্যান্ডে পৌঁছয়, যেখানে বিজয় পরিবারের জন্য অপেক্ষা করছিল। সেখান থেকে সঙ্গে সঙ্গে তাঁকে রেওয়াড়ির বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রাত ৯ টা নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। [পাইকপাড়ায় বৃদ্ধ দম্পতি ধারের টাকা ফেরত চেয়েই খুন!]

বিষ খাইয়ে দেনাদারকে খুন, গ্রেফতার 'সম্পত্তি পিপাসু' মহাজন

বিজয় শর্মার ছেলে নীতিন পুলিশকে জানায়, বাড়ির দলিল বন্ধক রেখে ২ লক্ষ টাকা কুলদীপ যাদবের থেকে নিয়েছিলেন বিজয়। ২ লক্ষ টাকা আসলের সঙ্গে ২ লক্ষ টাকা সুদ মিলিয়ে মোট ৪ লক্ষ টাকা নিয়ে কুলদীপের সঙ্গে দেখা করতে যান। ওই টাকা দিয়ে বাড়ির কাগজ ছাড়িয়ে আনবেন ভেবেছিলেন বিজয়।

পুলিশের কথায় মৃত ব্যবসায়ী টাকা দিয়ে বাড়ির কাগজ ছাড়িয়ে আনতে গিয়েছিল। কুলদীপ যাদব টাকা নিয়ে নিলেও বাড়ির দলিল ফেরত দেয়নি সে। উপরন্তু তাঁকে বিষাক্ত পানীয় খাই.ে খুন করা হয়েছে হলে অভিযোগ।

নীতিনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা, এবং ৩২৮ ধারায় অভিযোগ আনা হয়েছে। বিজয় শর্মার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

English summary
Gurgaon: Poisoned drink to debtor? Lender booked
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X