৩৭০ ধারা প্রত্যাহার যথার্থ? গুপকর জোট বনাম বিজেপির লড়াই জমে উঠেছে উপত্যকায়
প্রাথমিক ভাবে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েও জম্মু ও কাশ্মীরের ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট কাউন্সিল নির্বাচনে অনেকটাই পিছিয়ে পড়ে বিজেপি। ভোট গণনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে ৮২ আসনে এগিয়ে আছে গুপকার জোট। অন্যদিকে বিজেপি বেশ কিছুটা পিছিয়ে ৪৭ আসনে এগিয়ে। ২১ আসনে এগিয়ে কংগ্রেস। অন্যান্যরা ৫০ আসনে।

৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম কোনও বড় ভোট
এদিন ২৮০ টি আসনে ২১৭৮ জন প্রার্থী এই নির্বাচনে নিজেদের ভাগ্য পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে। জম্মুতে ১৪০টি আসন এবং কাশ্মীরে ১৪০টি আসন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম কোনও বড় ভোট। ডিস্ট্রিক্ট প্ল্যানিং ও ডেভেলপমেন্ট বোর্ডের বদলে সব জেলায় এবার থেকে কার্যকর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল।

জেলার হেডকোয়ার্টারে ভোট গণনা হচ্ছে
সমস্ত জেলার হেডকোয়ার্টারে ভোট গণনা হচ্ছে। রাজ্য পুলিশ আর সেনার জওয়ানরা গণনা কেন্দ্রের বাইরে কড়া নজরদারি চালাচ্ছে। মোট ভোটদাতার সংখ্যা ছিলো ৫৭ লক্ষ। মূল লড়াইতে আছে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি সহ সাত আঞ্চলিক দলের জোট পিএজিডি বা পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন এবং এনডিএ।

জম্মুতে ৬৬ আসনে এগিয়ে বিজেপি
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে অনন্তনাগে এগিয়ে আছে ন্যাশনাল কনফারেন্স। দক্ষিণ কাশ্মীরের অন্য জেলা কুলগামের ৫ আসনে এগিয়ে ন্যাশনাল কনফারেন্স, চার আসনে এগিয়ে সিপিআইএম, নির্দল প্রার্থীরা এগিয়ে ২টি আসনে। পিডিপি ও আপনি পার্টি এগিয়ে ১টি করে আসনে। জম্মুতে ৬৬ আসনে এগিয়ে বিজেপি। ১৯টি আসনে এগিয়ে কংগ্রেস। ১টি আসনে এগিয়ে ন্যাশনাল কনফারেন্স।

৩৭০ ধারার যথার্থতা প্রমাণ
ভোটারদের মন জয় করতে বিজেপি ভরসা রেখেছিল দিল্লির পরিচিত মুখের উপর। ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম নির্বাচন জম্মু ও কাশ্মীরে। অনেকেই বলছেন, এটা উপত্যকায় বিজেপির জন্য লিটমাস টেস্ট হতে চলেছে। মর্যাদার লড়াইতে জিত-হার দিয়েই ৩৭০ ধারার যথার্থতা প্রমাণ করতে চাইছে দুই পক্ষই।
