For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের আতঙ্ক কাশ্মীরে! কুলগামে সেনা-জঙ্গি গুলির লড়াইতে উত্তপ্ত উপত্যকা

Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরে কুলগাম জেলার ইয়ারিপোরায় জঙ্গি-সেনা(যৌথবাহিনী) গুলির লড়াই শুরু হয়েছে । তবে হতাহতের কোনও খবর নেই। আড়াল থেকে সেনাদের লক্ষ্য করে প্রথমে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় নিরাপত্তাবাহিনী। সূত্রের খবর, দুই-তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর আছে প্রশাসনের কাছে। প্রত্যেকটি রাস্তা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তারে বিদ্যুৎ সংযোগ রয়েছে।

কুলগামের ইয়ামরাচ এলাকায় তল্লাশি

কুলগামের ইয়ামরাচ এলাকায় তল্লাশি

এদিন ভোর রাতে খবর পেয়ে ইয়ামরাচ এলাকায় তল্লাশির জন্য যায় পুলিশ, সেনা, ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফ-এর যৌথবাহিনী। দলটি ঘটনাস্থানে পৌঁছায় এবং সন্দেহজনক ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করে। সেইসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জঙ্গি ও সেনার মধ্যে গুলির লড়াই চলছে । প্রত্যেকটি এক্সিট পয়েন্ট সিল করা হয়েছে।

লকডাউনেও বাড়বাড় উত্তপ্ত উপত্যকা

লকডাউনেও বাড়বাড় উত্তপ্ত উপত্যকা

দেশজুড়ে করোনা রোধে লকডাউন চলাকালীনই কাশ্মীরে এর আগেও সেনা-জঙ্গি লড়াই হয়। করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চললেও এই জটিল পরিস্থিতিতে বারবার উত্তপ্ত হয়েছে জম্মু ও কাশ্মীর। সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। তার মাঝেই জঙ্গিদের হামলা জারি রয়েছে।

অশান্ত পরিস্থিতি শোপিয়ান ও পুলওয়ামাতেও

অশান্ত পরিস্থিতি শোপিয়ান ও পুলওয়ামাতেও

কাশ্মীর উপত্যকা এবং সীমান্তবর্তী এলাকায় গত কয়েকমাসে একাধিকবার সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছে। শোপিয়ানের জাইনপোরা এলাকায়, পুলওয়ামার দাঙ্গেরপোরা এলাকায় জঙ্গিদের খোঁজেও তল্লাশি অভিযান করে নিরাপত্তাবাহিনী।

এরই মধ্যে চলছে পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন

এরই মধ্যে চলছে পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন

এরকমই এক লড়াইতে কয়েক সপ্তাহ আগেই খতম হয় ৩ জঙ্গি। শোপিয়ান জেলায় রাতভর চলা একটি এনকাউন্টারে শেষ করা হয়েছিল তাদের। এরই মধ্যে বারামুল্লা জেলার রামপুর সেক্টরে লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে বারবার পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি করে।

<strong>আজ ফের সাংবাদিক সম্মেলন অর্থমন্ত্রী সীতারমনের! দ্বিতীয় দিনে মোদীর প্যাকেজ নিয়ে কী বলবেন নির্মলা?</strong>আজ ফের সাংবাদিক সম্মেলন অর্থমন্ত্রী সীতারমনের! দ্বিতীয় দিনে মোদীর প্যাকেজ নিয়ে কী বলবেন নির্মলা?

English summary
gunfight erupts in jammu and kashmir's kulgam between indian army and terrorists
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X