For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনা ক্যাম্পে গুলির শব্দ, জঙ্গি হামলার আতঙ্কে এলাকা ঘিরে ফেলল পুলিশ

শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে সেনা ক্যাম্পে গুলির শব্দে আতঙ্ক ছড়াল। গুলির শব্দের সঙ্গে সঙ্গে সেনা ক্যাম্প ঘিরে ফেলে পুলিশ এবং শূন্যে কয়েক কাউন্ড গুলিও চালানো হয়।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে সেনা ক্যাম্পে গুলির শব্দে আতঙ্ক ছড়াল। গুলির শব্দের সঙ্গে সঙ্গে সেনা ক্যাম্প ঘিরে ফেলে পুলিশ এবং শূন্যে কয়েক কাউন্ড গুলিও চালানো হয়। তবে, গুলির শব্দ থেমে গেলেও এলাকা ঘরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ। সেনা ক্যাম্পের মধ্যেও তল্লাশি শুরু হয়। সতর্ক করা হয় নিরাপত্তাকর্মীদের।

সেনা ক্যাম্পে গুলির শব্দ, জঙ্গি হামলার আতঙ্কে এলাকা ঘিরে ফেলল পুলিশ

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোপিয়ানের দাছোতে ৪৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস-এর সেন্ট্রি কিছু রহস্যময় চলেফেরা চিহ্নিত করেন এবং এরপরই কিছু গুলির শব্দ পাওয়া যায়। বিনিময়ে ওই সেন্ট্রিও শূন্যে গুলি চালান।

এই গুলির শব্দ এবং রহস্যময় গতিবিধি-র সঙ্গ জঙ্গি-দের কোনও যোগ আছে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে, এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। এরমধ্যে এদিন আরও এক আত্মঘাতী জঙ্গি হামলার ষড়যন্ত্রের কথা সামনে এসেছে। যদিও সেই আত্মঘাতী জঙ্গি হামলা ঘটার আগেই এক এনকাউন্টারে জঙ্গিদের হত্যা করে নিরাপত্তা বাহিনী। তবে, এই জঙ্গিদের কাছ থেকে এমনকিছু তথ্য হাতে এসেছে তাতে বোঝাই যাচ্ছে নির্বাচনের আগে উপত্যকায় বড়সড় একাধিক হামলার ষড়যন্ত্র করেছে জইশ-ই-মহম্মদ।

[আরও পড়ুন:অভিনন্দন-কে মানসিক অত্যাচার করেছে পাকিস্তান, রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য][আরও পড়ুন:অভিনন্দন-কে মানসিক অত্যাচার করেছে পাকিস্তান, রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য]

English summary
Gunshots were heard at an army camp in Shopian. Police were alerted who retaliated and fired back.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X