For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যেই রেমডিসিভির পাঠাচ্ছে গুজরাত, করোনার মাঝে নতুন উত্তেজনা , কী বলছে রূপানি সরকার

শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যেই রেমডিসিভির পাঠাচ্ছে গুজরাত, করোনার মাঝে নতুন উত্তেজনা , কী বলছে রূপানি সরকার

Google Oneindia Bengali News

ভ্যাকসিন নিয়েও চলছে রাজনীতি। কোন রাজ্যের কাছে কত ভ্যাকসিন থাকবে তা নাকি রং দেখে বিচার করা হচ্ছে। গুজরাত সরকার নাকি বেেছ বেছে বিজেপি শাসিত রাজ্যগুলিকেই রেমডেসিভির সরবরাহ করছে। এই নিয়ে তুমুল রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। যদিও গুজাতের রূপানি সরকার একেবারেই সেই খবর খারিজ করে দেয়। গুজরাত সরকারে পক্ষ থেকে দাবি করা হয়েছে এই নিয়ে ভুল খবর প্রচার করা হচ্ছে। গুজরাত সরকার এরকম কোনও পদক্ষেপও করেনি।

শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যেই রেমডিসিভির পাঠাচ্ছে গুজরাত

দেশের করোনা পরিস্থিতির জন্য বারবার মোদী সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। মোদী সরকারের পরিকল্পনার অভাবেই ফের দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। আর এই করোনা সংক্রমণ ভয়ঙ্কর হতে চলেছে বলে আগেই জানিয়ে দিয়েছেন গবেষকরা। সেকারণেই টিকাকরণে জোর দেওয়া হয়েেছ। কিন্তু তার মধ্যেই একাধিক রাজ্যে করোনা টিকা সংকট দেখা দিয়েছে। তার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। উদ্ধব ঠাকরে নিজে সেকথা জানিেয়ছেন।

এদিকে গুজরাতে রেমডেসিভির সরবরাহ নিয়ে রাজনৈিতক টানাপোড়েন শুরু হয়েছে। গুজরাত সরকার বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলিকে রেমডেসিভির টিকা সরবরাহ করছে। উত্তর প্রদেশে ইতিমধ্যেই রেমডেসিভির ২৫,০০০ ইউনিট ভ্যাকসিন রওনা হয়েছে মহারাষ্ট্রের আহমেদাবাদ থেকে। বুধবার বিকেলের মধ্যে সেটি লখনউয়ে পৌঁছেছে। তবে শুধু বিজেপি শাসিত রাজ্যগুলিটে টিকা সরবরাহ করা হবে এমন খবর একেবারেই ঠিক নয় বলে দাবি করেছেন রূপানি সরকার। যে রাজ্যের প্রয়োজন আগে সেখানে পাঠানো হচ্ছে। এই নিয়ে অযথা ভুল খবর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

English summary
Gujtat government deny report that they send Remdesivir to BJP ruled states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X