For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দু রাষ্ট্র 'কৈলাস' এখন অতীত! বিতর্কিত গডম্যানকে খুঁজতে ইন্টারপোলের দ্বারস্থ মোদী রাজ্যের পুলিশ

বিতর্কিত গডম্যান নিত্যানন্দকে খুঁজে বের করতে ইন্টারপোলের দ্বারস্থ হতে যাচ্ছে গুজরাত পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

বিতর্কিত গডম্যান নিত্যানন্দকে খুঁজে বের করতে ইন্টারপোলের দ্বারস্থ হতে যাচ্ছে গুজরাত পুলিশ। তাদের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হচ্ছে, যাতে ব্লু কর্নার নোটিশ জারি করা হয়। আহমেদাবাদ রুরাল পুলিশ বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছে রাজ্য পুলিশের সিআইডির কাছে। নিত্যানন্দের বিরুদ্ধে অপহরণ এবং অবৈধ আটকের অভিযোাগ তোলা হয়েছে।

হিন্দু রাষ্ট্র কৈলাস এখন অতীত! বিতর্কিত গডম্যানকে খুঁজতে ইন্টারপোলের দ্বারস্থ মোদী রাজ্যের পুলিশ

পুলিশ আধিকারিক জানিয়েছেন, ই্টারপোলের কাছে ব্লু কর্নার নোটিশ জারি করার বিষয়টি সিআইডির মাধ্যমেই হয়। সেই কারণে সিআইডির কাছে চিঠি পাঠানো হয়েছে। কেননা তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

ব্লু কর্নার নোটিশ জারির মাধ্যমে, অপরাধে জড়িত কোনও ব্যক্তিকে খুঁজে বের করার জন্য সদস্য দেশগুলিকে অনুরোধ করা হয়।

গতমাসে নিত্যানন্দের আহমেদাবাদের আশ্রম থেকে দুই কিশোরী নিখোঁজ হওয়ার পরেই নিত্যানন্দের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তার বিরুদ্ধে অপহরণ ছাড়াও শিশুদের অবৈধ আটকের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে পুলিশ তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি ইকুয়েডরের কাছে একটি দ্বীপে কৈলাস নামে হিন্দু রাষ্ট্র তৈরি করেছেন। যার নিজেস্ব পতাকা এবং রাজনৈতিক গণ্ডিও রয়েছে।

English summary
Gujrat Police is approaching Interpol for Blue Conner Notice to locate godman Nithyananda.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X