For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয়াবহ গুজরাতের বন্যা পরিস্থিতি, বাড়ছে মৃতের সংখ্যা, বিশেষ ঘোষণা প্রধানমন্ত্রীর

গুজরাতের বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। আকাশপথে পরিদর্শনের পর বিশেষ ত্রাণ প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ক্রমশই অবনতি হচ্ছে গুজরাতে বন্যা পরিস্থিতির । বন্যায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৮০ ছাড়িয়েছে। মঙ্গলবারই আরও ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবারই আকাশপথে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের বন্যা কবলিত জেলাগুলির জন্য ৫০০ কোটি টাকার ত্রাণ প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি, বিনপুরে প্লাবন, মায়াচরে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা][আরও পড়ুন: বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি, বিনপুরে প্লাবন, মায়াচরে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা]

ভয়াবহ গুজরাতের বন্যা পরিস্থিতি, বাড়ছে মৃতের সংখ্যা, বিশেষ ঘোষণা প্রধানমন্ত্রীর

পড়শি রাজ্য রাজস্থান ও গুজরাতে গত শুক্রবার থেরে অবিরাম বর্ষণের জেরে রাজস্থানের সমস্ত নদীর জল বেড়ে গুজরাটে ঢুকেছে। যার জেরে গুজরাতের বনসকণ্ঠ, সাবরকণ্ঠ, মেহসানা, পাতান সহ আরও কয়েকটি জেলা ভেসে গিয়েছে। উদ্ধার ও ত্রাণকাজে নামানো হয়েছে বায়ুসেনার ৪টি হেলিকপ্টার।

ভয়াবহ গুজরাতের বন্যা পরিস্থিতি, বাড়ছে মৃতের সংখ্যা, বিশেষ ঘোষণা প্রধানমন্ত্রীর

উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফও। ইতিমধ্যেই ৩৬ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৬০০ মানুষকে। উদ্ধারকাজে আরও ১০টি হেলিকপ্টার নামানো হবে বলে পরিদর্শনের পর জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার আকাশপথে বন্যা কবলিত জেলাগুলি পরিদর্শন করার পর বিশেষ ত্রাণ প্যাকেজ ঘোষণার পাশাপাশি, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। গুজরাতের বন্যা পরিস্থিতির জেরে মুম্বই- দিল্লি রেলপথও বিপর্যস্ত হয়ে পড়েছে। পালানপুরের কাছে রেল ট্র্যাক ধুয়ে যাওয়ায় বাতিল করা হয়েছে ১১টি ট্রেন। প্রায় হাজার খানেক বাসও বাতিল করা হয়েছে। সব মিলিয়ে প্রতিদিন প্রায় বারো কোটি টাকা ক্ষতি হচ্ছে সরকারের।

ভয়াবহ গুজরাতের বন্যা পরিস্থিতি, বাড়ছে মৃতের সংখ্যা, বিশেষ ঘোষণা প্রধানমন্ত্রীর

তবে কিছুটা স্বস্তিতে অসম। সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বৃষ্টি থেমে যাওয়ায় ব্রহ্মপুত্র ও বারাক নদীর জল বিপদসীমার নিচে নেমেছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

[আরও পড়ুন: নিম্নচাপের বৃষ্টিতে এখনও ভাসছে বীরভূম ও মুর্শিদাবাদ][আরও পড়ুন: নিম্নচাপের বৃষ্টিতে এখনও ভাসছে বীরভূম ও মুর্শিদাবাদ]

English summary
Flood situation in Gujrat worsens with increasing death toll. PM Modi announces relief package for flood hit districts after ariel survey.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X