For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গলা পর্যন্ত জলে শিশুকন্যাকে মাথায় নিয়ে উদ্ধার করল ভদোদরার পুলিশ

মানবিকতার অন্য নজির দেখল বন্যা বিধ্বস্ত গুজরাতের ভদোদরা। গলা পর্যন্ত জলে ভেঙে দেড় বছরের শিশুকন্যাকে মাথায় নিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন পুলিশের এক সাব ইন্সপেক্টর।

  • |
Google Oneindia Bengali News

মানবিকতার অন্য নজির দেখল বন্যা বিধ্বস্ত গুজরাতের ভদোদরা। গলা পর্যন্ত জলে ভেঙে দেড় মাসের শিশুকন্যাকে মাথায় নিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন পুলিশের এক সাব ইন্সপেক্টর। সেই ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ওই পুলিশ কর্মীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

গলা পর্যন্ত জলে শিশুকন্যাকে মাথায় নিয়ে উদ্ধার করল ভদোদরার পুলিশ

গত তিন দিনের টানা বৃষ্টিতে গুজরাতের ভদোদরার একটা অংশ প্রায় ডুবে গিয়েছে বলা চলে। রাজ্যের সবকটি নদী বিপদসীমার উপর দিয়ে বইতে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। বন্যা দুর্গতের আশ্রয় দিতে প্রচুর ত্রাণ শিবির খোলা হয়েছে। জলমগ্ন এলাকাগুলিতে আটকে পড়া মানুষদের নিরাপদে সরিয়ে আনার কাজ করছেন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।

তারই মধ্যে অন্যতম ভদোদরার দেবীপুরা এলাকায় গলা জলে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছিলেন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। সেই দলেরই সদস্য সাব ইন্সপেক্টর গোবিন্দ ছাবদার নজরে পড়ে, একটি বাড়িতে দেড় মাসের শিশুকন্যা সহ আটকে রয়েছে এক পরিবার। সঙ্গে সঙ্গে সেই বাড়িতে যান ওই পুলিশ কর্মী। একটি সবুজ প্লাস্টিকের গামলায় শিশুকে শুইয়ে গরম পোশাক দিয়ে ঢেকে, সেই গামলা মাথায় করে গলা জল ভেঙে নিরাপদ আস্তানায় পৌঁছন সাব ইন্সপেক্টর গোবিন্দ ছাবদার। পুলিশ কর্মীর পিছনে পিছনে ত্রাণ শিবিরে আসেন শিশুকন্যার বাবা ও মা। ঘুমে অচেতন ওই শিশুকে এত ঝক্কির মধ্যেও আশ্চর্য শান্ত লেগেছে।

English summary
Gujrat Cops carries baby girl on his head in neck deep water
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X