For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংরক্ষণের দাবিতে ফের তপ্ত রাজস্থান, গুজ্জরদের আন্দোলনে ফাঁপরে কংগ্রেস

রাজস্থানে দিল্লি-মুম্বই রেলের রুট আটকে দিলেন গুজ্জর সম্প্রদায়ের সদস্যরা। শুক্রবার থেকে ফের আন্দোলন শুরু করেছেন গুজ্জররা।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানে দিল্লি-মুম্বই রেলের রুট আটকে দিলেন গুজ্জর সম্প্রদায়ের সদস্যরা। শুক্রবার থেকে ফের আন্দোলন শুরু করেছেন গুজ্জররা। দাবি, রাজ্যে চাকরি ও শিক্ষায় পাঁচ শতাংশ সংরক্ষণ দিতে হবে। গুজ্জর সংঘর্ষ সমিতি বা জিএসএস এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে।

সংরক্ষণের দাবিতে ফের তপ্ত হল রাজস্থান

সোয়াই মাধোপুর এলাকায় মালারনা দুঙ্গার রেল স্টেশনের কাছে অবরোধ শুরু হয়। যার ফলে দিল্লি-মুম্বই রুটের রেল আটকে যায়।

জিএসএস নেতা কিরোরী সিং বনশঁলা বলেছেন, আমরা পাঁচ শতাংশ সংরক্ষণ চাই। কেন্দ্র পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণিকে দশ শতাংশ সংরক্ষণ দিয়েছে। ফলে তাঁদের দাবি ন্যায্য বলে তিনি দাবি করেছেন। সরকার তাদের কথায় সাড়া দেয়নি, আলোচনায় বসেনি, সেজন্য এই পদক্ষেপ করতে তাঁরা বাধ্য হয়েছেন বলেও জিএসএস নেতা জানিয়েছেন।

তবে রাস্তায় নামলেও গুজ্জর সম্প্রদায়কে হিংসা থেকে দূরে থাকতে বলা হয়েছে। গুজ্জর সম্প্রদায়ের কথায়, কংগ্রেস সরকার তাদের সমর্থন নিয়ে সরকারে এসেছে। এখন তাঁদের দাবি পূরণ করতে হবে। গুজ্জরদের এই রেল রোকো কাণ্ডে গোটা পশ্চিম-মধ্যে রেল যোগাযোগের সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে।

English summary
Gujjar agitation in Rajasthan for reservation has affected West Central Railway route
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X