For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্কুলে উপস্থিতি জানাতে হবে অন্যভাবে, ১ জানুয়ারি থেকে গুজরাতে বদলাল নিয়ম

স্কুলে উপস্থিত হয়ে ক্লাসে রোল নম্বর ডেকে হাজিরার সময় বলতে হবে জয় হিন্দ বা জয় ভারত।

  • |
Google Oneindia Bengali News

স্কুলে উপস্থিত হয়ে ক্লাসে রোল নম্বর ডেকে হাজিরার সময় আর শুধু উপস্থিত স্যার বা ম্যাডাম বললে হবে না। বলতে হবে জয় হিন্দ বা জয় ভারত। এদিন ১ জানুয়ারি ২০১৯ থেকে বদলে গেল নিয়ম। ছাত্রছাত্রীদের মধ্যে দেশভক্তি বোধ জাগিয়ে তোলার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

স্কুলে উপস্থিতি জানাতে হবে অন্যভাবে, ১ জানুয়ারি থেকে গুজরাতে বদলাল নিয়ম

গুজরাতের ডিরেক্টরেট অব প্রাইমারি এডুকেশন ও হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড এই বিজ্ঞপ্তি জারি করেছে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য এই নিয়ম লাগু হয়েছে।

[আরও পড়ুন:রাস্তার শিশুকে কোলে তুলে নিলেন মহিলা পুলিশকর্মী! তাঁর কীর্তিতে ধন্য ধন্য হায়দরাবাদে ][আরও পড়ুন:রাস্তার শিশুকে কোলে তুলে নিলেন মহিলা পুলিশকর্মী! তাঁর কীর্তিতে ধন্য ধন্য হায়দরাবাদে ]

বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, দেশভক্তি বোধ জাগিয়ে তুলতেই পড়ুয়াদের জন্য এই নিয়ম চালু হচ্ছে। গুজরাতের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিং চৌদাসমা এমনটাই জানিয়েছেন।

বিজ্ঞপ্তিটি সমস্ত জেলার স্কুল আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। এবং ১ জানুয়ারি ২০১৯ থেকে নিয়ম চালু করতে বলা হয়েছে।

English summary
Gujarat students asked to say 'Jai Hind', 'Jai Bharat' during roll call
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X