For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গো পর্যটন' শুরু হচ্ছে দেশের এই রাজ্যে, রয়েছে ২ দিনের সফর

গুজরাতে শুরু হয়েছে গো-পর্যটন। সারা রাজ্যে গরুকে নিয়ে আগ্রহ তৈরি করাই এর মূল লক্ষ্য।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতের সিংহ দেখতে সারা বিশ্ব থেকে পর্যটকেরা এই রাজ্যে আসেন। এবার আর এক নিরীহ পশুকে নিয়ে পর্যটন শুরু করল গুজরাত সরকার। সেরাজ্য শুরু হয়েছে গো-পর্যটন। সারা রাজ্যে গরুকে নিয়ে আগ্রহ তৈরি করাই এর মূল লক্ষ্য। গুজরাত স্টেট গৌসেবা আয়োগ এর উদ্যোক্তা।

'গো পর্যটন' শুরু হচ্ছে দেশের এই রাজ্যে, রয়েছে ২ দিনের সফর

গরুর বিভিন্ন বর্জ্য যেমন গোবর ও মূত্র থেকে কী উপকার পাওয়া যেতে পারে, এছাড়া সবমিলিয়ে গরু কোন উপকারে আসতে পারে, তা জানাতে ২ দিনের সফরের ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের সেরা গোশালায় নিয়ে গিয়ে বোঝানো হবে। এমনটাই জানিয়েছেন গুজরাত স্টেট গৌসেবা আয়োগ এর কর্তারা।

কেন এই উদ্যোগ? গুজরাত স্টেট গৌসেবা আয়োগের তরফে বলা হচ্ছে, গরুর আর্থিক সুবিধা কতদূর হতে পারে তা জনগণকে বোঝানোই মূল উদ্দেশ্য। অনেকেই জানেন না ঘরে গরু রাখলে কত উপকার হতে পারে। বিভিন্ন পণ্য তৈরি থেকে শুরু করে বায়ো গ্যাস, ওষুধ তৈরিতেও গরুকে দারুণভাবে কাজে লাগানো যায়।

গুজরাতে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে এই উদ্যোগ শুরু হয়েছে। যাতে রাজ্যের সব প্রান্তের মানুষ গো পর্যটনে উৎসাহিত হন এবং সর্বোপরি গরুকে বাঁচাতে উদ্যোগ গ্রহণ করেন। গো-পর্যটন করার পরে অনেকেই নিজেদের গ্রামে বা বাড়িতে গোশালা বানিয়েছেন নিজের উদ্যোগে। এখানেই এর সার্থকতা বলে মনে করছেন উদ্যোক্তারা।

English summary
State Gauseva Ayog have initiated a cow tourism project to promote and popularise bovine rearing in Gujarat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X