For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোথায় মিল বি আর আম্বেদকর ও নরেন্দ্র মোদীর, কৃষ্ণ-রাম দেরই বা কারা দিল দেবত্ব, এসব কী বললেন গুজরাতের

গুজরাটের বিধানসভার স্পিকার রাজেন্দ্র ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বি আর আম্বেদকর ব্রাহ্মণ। কৃষ্ণ ছিলেন 'ওবিসি'।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

আবার বেফাঁস মন্তব্য এক বিজেপি নেতার। দলিত মুক্তির পথপ্রদর্শক, সংবিধান রচয়িতা- সেই বি আর আম্বেদকরই নাকি দলিত নন, ব্রাহ্মণ। এমনটাই মত গুজরাট বিধানসভার অধ্যক্ষ রাজেন্দ্র ত্রিবেদীর। তাঁর যুক্তি আম্বেদকরের যা শিক্ষা ছিল তাতে তাঁকে ব্রাহ্মণ বলা যেতেই পারে। কারণ ব্রাহ্মণ না হলে কি আর কেউ জ্ঞানী হতে পারে? আর এই একই যুক্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি ব্রাহ্মণত্ব দিয়েছেন।

বি আর আম্বেদকরকে ব্রাহ্মণ বললেন গুজরাতের স্পিকার


গান্ধী নগরে মেগা ব্রাহ্মিণ বিজনেস সামিট চলছিল। সেখানেই বক্তৃতা দিতে গিয়ে ত্রিবেদী বলেন, 'আম্বেদকরকে ব্রাহ্মণ বলতে আমার কোনও দ্বিধা নেই।
তাঁর উপাধি আম্বেদকর, একটি ব্রাহ্মণ উপাধি। যেটা তাঁকে দিয়েছিলেন তাঁর শিক্ষক, যিনিও একজন ব্রাহ্মণই ছিলেন। একজন প্রকৃত জ্ঞানীকে ব্রাহ্মণই বলে উচিত, এতে কোনও ভুল নেই। এপ্রসঙ্গে আমি বলব মোদী-জীও একজন ব্রাহ্মণ'।

বি আর আম্বেদকর জন্মেছিলেন এক দলিত পরিবারে। দলিত বৌদ্ধ আন্দোলন সংগঠিত করা বা দলিতদের ওপর চাপানো অচ্ছুত প্রথার অবসান, দলিত মুক্তিতে তাঁর অবদান সকলেরই জানা। সেই 'দলিত আইকন'-এর গায়ে ব্রাহ্মণের তকমা লাগিয়ে আম্বেদকরের সঙ্গে আপামর দলিত সম্প্রদায়কেই অপমান করেছেন রাজেন্দ্র ত্রিবেদী, বলে দাবি বিরোধীদের। তাঁরা বলছেন, আম্বেদকর দলিত হয়েও যে কাজ করেছেন অনেক ব্রাহ্মণই সে কাজ করতে পারে না। সমালোচকরা বলছেন, আম্বেদকর ব্রাহ্মণ ছিলেন বলেই ওইসব মহান অবদান রাখতে পেরেছেন বলে আসলে কৌশলে বিজেপি দলিতদেরই চাপে রাখতে চাইছে। এর আগে উত্তর প্রদেশ আম্বেদকরের মূর্তিতে গেরুয়া রং করার কথা মনে করিয়ে দিচ্ছেন তারা। অনেকে আম্বেদকরের মতো মহান ব্যক্তিত্বের সঙ্গে সঙ্গে মোদিকে এক আসনে বসানো নিয়েও প্রশ্ন তুলেছেন।

এখানেই না থেমে গুজরাট বিধানসভার অধ্যক্ষ ব্রাহ্মণদের গুণগানকে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন। তাঁর দাবি, কৃষ্ণ একজন ওবিসি ছিলেন, তাঁকে ভগবান বানিয়েছিলেন ঋষি সন্দিপনী এবং রাম, যিনি ছিলেন একজন ক্ষত্রিয়, তিনিও দেবত্ব লাভ করেছিলেন ঋষিদের সাহায্যেই।

English summary
Description- Gujarat Assembly speaker Rajendra Trivedi said that both Prime Minister Narendra Modi and Dr BR Ambedkar belonged to the Brahmin community, and described Lord Krishna as an 'OBC'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X