For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসে যোগ দিতে চলেছেন গুজরাতের পতিদার নেতা নরেশ প্যাটেল

কংগ্রেসে যোগ দিতে চলেছেন গুজরাতের পটিদার নেতা নরেশ প্যাটেল

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন রঙমঞ্চে পরিনত হচ্ছে গুজরাত৷ গত কয়েক মাস ধরে বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি নরেশ প্যাটেলকে নিজেদের দলে নিয়ে আসার চেষ্টা চালিয়েছে। গুজরাতের পতিদার সমাজের প্রভাবশালী নেতা নরেশ৷

কংগ্রেসে যোগ দিতে চলেছেন গুজরাতের পতিদার নেতা নরেশ প্যাটেল

যদিও তিনি এখনও কোনো দলে যোগ দেননি, প্রথম থেকেই তিনি বলে আসছেন, যে তার প্যাটেল সমাজ যখন তাকে বলবে তখন তিনি সিদ্ধান্ত নেবেন৷ নরেশ প্যাটেল হলেন শ্রী খোদালধাম ট্রাস্টের সভাপতি, যারা মা খোডিয়ারের মন্দির পরিচালনা করে। এটি গুজরাতের লেউভা প্যাটেল সম্প্রদায়ের কাছে সম্মানিত, শ্রদ্ধার একটি জায়গা৷ লেউভা প্যাটেলরা প্রধানত গুজরাত বসবাসকারী পাতিদার সম্প্রদায়েরই একটি উপজাতি। গুজরাত বিধানসভা নির্বাচনে প্যাটেল সম্প্রদায়ের ভোটকে অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হয় এবং এই সম্প্রদায়ের ভোট কোন দিকে যায় তার উপর অনেক আসনের ভাগ্য নির্ভর করে। সূত্রের খবর খুব শীঘ্রই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে কংগ্রেসে যোগ দিতে চলেছেন নরেশ। যদিও এ বিষয়ে সরাসরি নরেশ বা পতিদার সমাজের পক্ষ থেকে অফিসিয়ালি কোনও ঘোষণা করা হয়নি!

কিছুদিন আগেই গুজরাত প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি, হার্দিক প্যাটেল গুজরাত প্রদেশ কংগ্রেসের সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে পাটিদার নেতা এবং নরেশ প্যাটেলকে দল অপমান করছে। হার্দিক প্যাটেল বলেছিলেন, 'পাটিদাররা ২০১৭ সালের নির্বাচনে কংগ্রেসকে ভাল সংখ্যায় আসন জিততে সাহায্য করেছিল। এখন, কংগ্রেস এই পাটিদারদের এবং খোদালধাম ট্রাস্টের সভাপতি নরেশ প্যাটেলকে অপমান করছে! গত দু'বছরে, আমরা নরেশ প্যাটেলের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে অনেক শুনেছি। কেন দল সিদ্ধান্ত নিতে এত সময় নিচ্ছে? কেন কংগ্রেস নরেশ প্যাটেল এবং পাটিদারদের অপমান করছে? এই সিদ্ধান্ত নেওয়া কি এত কঠিন?'

কংগ্রেসের হতাশজনক পারফরম্যান্স সদস্য সংগ্রহে, কোপ পড়তে পারে অধীরের পদেকংগ্রেসের হতাশজনক পারফরম্যান্স সদস্য সংগ্রহে, কোপ পড়তে পারে অধীরের পদে

হার্দিকের বক্তব্যের পরই রাজ্যের দলীয় নেতারা তাঁকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছিলেন। ১৮২-সদস্যের গুজরাত বিধানসভার নির্বাচন এই বছরের শেষের দিকে হতে চলেছে৷ তার আগেই গুজরাত কংগ্রেসে অর্ন্তদ্বন্দের বাতাস বইছে৷ কিছুদিন আগেই হার্দিক প্যাটেল অভিযোগ করেছিলেন, প্রদেশ কংগ্রেসের পদে থাকলেও তাঁকো বাদ দিয়েই সব সিদ্ধান্ত নিচ্ছে গুজরাতের কংগ্রেস নেতারা! হার্দিক বলেছিলেন, 'দলে আমার অবস্থান হল একজন নতুন বরের মতো যার ইতিমধ্যেই নাসবন্দী (বন্ধ্যাত্বকরণ) করানো হয়েছে।'

English summary
Gujarat's Patidar leader Naresh Patel is going to join the Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X