For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী রাজ্যে করোনায় মৃত্যুর হার বেশি, বের হল সম্ভাব্য কারণ

মোদী রাজ্যে করোনায় মৃত্যুর হার বেশি, বের হল সম্ভাব্য কারণ

  • |
Google Oneindia Bengali News

করোনার সংক্রমণে গুজরাতে মৃত্যুর হার বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সেখানে এল স্ট্রেনের প্রাদুর্ভাব বেশি। যার উৎপত্তি কিনা উহানে। তবে অপর একটি স্ট্রেনও রয়েছে। তা হল এস স্ট্রেন। বিশেষজ্ঞদের মত অনুযায়ী দক্ষিণের রাজ্য কেরলে মৃত্যুর হার কম। কেননা সেখানে এস স্ট্রেনের প্রাদুর্ভাব বেশি। এই স্ট্রেন এসেছে দুবাই থেকে।

 কেরলের সঙ্গে তুলনা

কেরলের সঙ্গে তুলনা

কেরল সরকারের পরামর্শদাতা চিকিৎসকের সঙ্গে কথা বলে গুজরাতের বিশেষজ্ঞ চিকিৎসক অতুল প্যাটেলের দাবি, সেখানকার বেশির ভাগ রোগীই এসেছিলেন দুবাই থেকে। সাধারণ ভাবে করোনা ভাইরাসের দুটি স্ট্রেন রয়েছে। একটি হল এল আর অপরটি হল এস। এর মধ্যে এল স্ট্রেনের উৎপত্তি উহানে। সেটাই মিউটেসনের মাধ্যমে এস স্ট্রেনে পরিবর্তিত হয়েছে।

কেরলের প্রথম ৩ আক্রান্ত এসেছিলেন উহান থেকে

কেরলের প্রথম ৩ আক্রান্ত এসেছিলেন উহান থেকে

তবে এটা উল্লেখ করা প্রয়োজন দেশের মধ্যে প্রথম আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল কেরল থেকে। তিন রোগীর সবাই উহান থেকে ফিরেছিলেন।

 ইতালি ও ফ্রান্সে এল স্ট্রেনের প্রাধান্য বেশি

ইতালি ও ফ্রান্সে এল স্ট্রেনের প্রাধান্য বেশি

বিশেষজ্ঞ চিকিৎসকদের তরফে দাবি করা হয়েছে, ইতালি ও ফ্রান্সে এল স্ট্রেনের প্রকোপ বেশি। সেই জন্য সেখানে মৃত্যুর হারও বেশি।

ভারতে ৩ টি স্ট্রেন শনাক্ত

ভারতে ৩ টি স্ট্রেন শনাক্ত

এখনও পর্যন্ত ভারতে তিনটি স্ট্রেন শনাক্ত করা গিয়েছে। এই তিনটি স্ট্রেন হল চিন, ইউরোপ ও আমেরিকার।

 মুকুল-দিলীপরা 'ঘরবন্দি' দশায় 'মৌনী' মমতার বিরুদ্ধে!বাড়িতে বাড়িতে নীরব প্রতিবাদ মুকুল-দিলীপরা 'ঘরবন্দি' দশায় 'মৌনী' মমতার বিরুদ্ধে!বাড়িতে বাড়িতে নীরব প্রতিবাদ

English summary
Gujarat's high fatality rate could be due to presence of L strain which is called as Wuhan strain. On the other hand S strain came from Dubai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X