For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকার গড়েই বিপাকে কংগ্রেস! পদত্যাগী বিধায়কের যোগ বিজেপিতে

গত সপ্তাহে কংগ্রেস ছেড়েছিলেন হাত শিবিরের দাপুটে নেত্রী আশা প্যাটেল।

  • |
Google Oneindia Bengali News

গত সপ্তাহে কংগ্রেস ছেড়েছিলেন হাত শিবিরের দাপুটে নেত্রী আশা প্যাটেল। কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে জানিয়েছিলেন, দমবন্ধ হয়ে আসছিল। তাই দল ছেড়েছি। ভবিষ্যতে কী করব ঠিক করিনি। তবে এক সপ্তাহ যেতে না যেতেই নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেললেন আশা। যোগ দিলেন বিজেপিতে।

সরকার গড়েই বিপাকে কংগ্রেস! পদত্যাগী বিধায়কের যোগ বিজেপিতে

শুক্রবার বিজেপিতে যোগ দিয়েছেন আশা। উত্তর গুজরাটের পাটানে রাজ্য সভাপতি জিতু ভাগনানি ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের উপস্থিতিতে দলে যোগ দেন আশা।

কোনও শর্ত মেনে আশা বিজেপিতে এসেছেন। এই সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন রাজ্য সভাপতি ভাগনানি। বলেছেন দলীয় কোন্দল সইতে না পেরেই আশা কংগ্রেস ছেড়েছেন। বিজেপি কাউকে কেনা-বেচা করেনি। মানুষকে আরও ভালোভাবে সেবা করতেই আশা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন বলে ভাগনানি দাবি করেছেন।

আশা প্যাটেল শেষ বিধানসভা নির্বাচনে মেহসানা জেলার উঞ্ঝা থেকে জয়ী হন। বিজেপির নরণ প্যাটেলকে হারিয়েছিলেন তিনি। তবে গত ২ ফেব্রুয়ারি রাহুল গান্ধীকে চিঠি লিখে একরাশ অভিযোগ করে দল ছাড়েন। এবার বিজেপির হয়ে ময়দানে নামলেন।

English summary
Gujarat's ex-Congress MLA Asha Patel joins BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X