For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত নির্বাচনের আগে বিজেপি শিবিরে দ্বন্দ্বের আঁচ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ঘিরে জল্পনা

গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে আপাতত সরগরম সেখানের রাজনৈতিক পরিস্থিতি।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে আপাতত সরগরম সেখানের রাজনৈতিক পরিস্থিতি। কংগ্রেস- বিজেপি-র আক্রমণ বা পাল্টা আক্রমণের মধ্যে এবার দ্বন্দ্বের সুর ভারতীয় জনতা পার্টির মধ্যেই। নির্বাচনের আগে এবার নির্বাচনী লড়াইয়ের বিষয়ে বেঁকে বসলেন সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী আনন্দীবেন প্যটেল।

গুজরাত নির্বাচনের আগে বিজেপি শিবিরে দ্বন্দ্বের আঁচ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ঘিরে জল্পনা

আসন্ন গুজরাত বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে চান না বলে দলীয় প্রেসিডেন্ট অমিত শাহকে জানিয়েছেন আনন্দীবেন প্যাটেল। তিনি একটি চিঠি মারফৎ অমিত শাহকে জানিয়েছে যে, বয়সজনিত কারণে তিনি আর নির্বাচনী লড়াইয়ে প্রার্থী হতে চাইছেন না।

তবে, আনন্দীবেন প্যাটেলের এই সিদ্ধান্তকে অনেকেই দলগত বিবাদের কারণ হিসাবে দেখছেন। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন যে আনন্দীবেন প্যাটেলের সঙ্গে অমিত শাহের সম্পর্ক সেভাবে ভালো যাচ্ছে না কয়েকদিন ধরেই। আর তার জেরেই হয়তো এই সিদ্ধান্ত নিলেন গুজরাতের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। ২০১৪ সালে গুজরাতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন আনন্দীবেন প্যটেল। তবে ২০১৫ সালে , পাতিদার আন্দোলনের পর এবং গুজরাতের স্থানীয় নির্বাচনে বিজেপির হারের পর, পদত্যাগ করেন আনন্দী প্যটেল।

English summary
Amid the exchange of barbs between the ruling Bharatiya Janata Party (BJP) and the Congress in Gujarat, former chief minister Anandiben Patel today told BJP chief Amit Shah that she is not keen to contest in the upcoming Assembly elections.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X