For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হাতি'-র ইংরেজি বানান লিখতে ব্যর্থ গুজরাতের মন্ত্রী! দিলেন সাফাই-ও

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

আহমেদাবাদ, ১৮ জুন : ছাত্রদের শিক্ষা দিতে এসে নিজেই হাসির পাত্র হলেন গুজরাতের মন্ত্রিসভার সদস্য শঙ্কর চৌধুরী। ক্লাসে ঢুকে বোর্ডে হাতির ইংরেজি বানানটাই ভুল লিখে ফেললেন। ধরা পড়ে অবশ্য দিলেন জবরদস্ত সাফাই।

শিক্ষকের চেয়ে ড্রাইভারের মাস মাইনে বেশি গুজরাতের স্কুলে!

'গরু' রচনা লিখতে ব্যর্থ শিক্ষক, মামলার নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের

গুজরাতের বনসকাঁথা জেলার দিসায় একটি সরকারি স্কুলে গিয়েছিলেন গুজরাতের নগরোন্নয়ন, পরিবহণ ও স্বাস্থ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শঙ্কর চৌধুরী। সেখানে ক্লাসে ঢুকে তিনি ছাত্রদের কিছুক্ষণ ক্লাস নেন। বোর্ডে তিনি হাতির ইংরেজি বানান লেখেন 'ELEPHENT'। যা আদতে হবে 'ELEPHANT'। অর্থাৎ এই সামান্য বানানও তিনি ভুল লিখে ফেলেন।

'হাতি'-র ইংরেজি বানান লিখতে ব্যর্থ গুজরাতের মন্ত্রী!

ঘটনাটি স্যোশাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়। তবে তাতে দমার পাত্র নন তিনি। উল্টে সাফাই দেন, ইচ্ছে করেই নাকি তিনি বোর্ডে ভুল বানান লেখেন। ছাত্রদের এটা বোঝানোর জন্য যে কিছু শব্দ কীভাবে লেখার সময়ে একরকম ও উচ্চারণের সময়ে আলাদা হয়ে যায়।

১২ হাজার নারীর সঙ্গে যৌন সম্পর্ক করে গ্রেফতার এক শিক্ষক

স্কুলের মাইনে না দেওয়ায় ৭ বছরের বালককে পিটিয়ে খুন করল শিক্ষক

যদিও মন্ত্রিমশাইয়ের এই সাফাই ধোপে টেঁকেনি। তিনি দিনভর ট্রেন্ডিং থেকেছেন স্যোশাল মিডিয়ায়। প্রসঙ্গত, এই শঙ্কর চৌধুরীর বিরুদ্ধেই জাল এমবিএ ডিগ্রির অভিযোগ উঠেছিল। পাশাপাশি ২০১২ সালে গুজরাত বিধানসভায় বসে আই-প্যাডে অশ্লীল ছবি দেখার অভিযোগও ছিল। যদিও ফরেনসিক পরীক্ষার পরে বাজে কিছু পাওয়া যায়নি।

English summary
Gujarat minister, misspells 'Elephant', says it was 'Intentional'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X