For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী গড় গুজরাতে 'সার্জিক্যাল স্ট্রাইক ' বিজেপির! বিরোধীরা ধুয়ে-মুছে সাফ

২৬ টি লোকসভা আসনের গুজরাতে নিজের গড় ধরে রাখার বড়সড় চ্যালেঞ্জ ছিল বিজেপির সামনে। দূর্গ ধরে রাখতে মরিয়ে চেষ্টা গুজরাতের মাটিতে চালিয়েছিল বিজেপি। আর সেই চেষ্টার ফল সফল।

  • |
Google Oneindia Bengali News

২৬ টি লোকসভা আসনের গুজরাতে নিজের গড় ধরে রাখার বড়সড় চ্যালেঞ্জ ছিল বিজেপির সামনে। দূর্গ ধরে রাখতে মরিয়ে চেষ্টা গুজরাতের মাটিতে চালিয়েছিল বিজেপি। আর সেই চেষ্টার ফল সফল। ফলে গুজরাতের ২৬ টি আসনই এখন মোদী-শাহের পকেটে।

চাণক্যকে নিয়ে দূর্গ বিজয়!

চাণক্যকে নিয়ে দূর্গ বিজয়!

বিজেপির চাণক্য অমিত শাহ এবার লালকৃষ্ণ আদবানির জায়গায় গান্ধীনগর থেকে লড়াই করেছেন। তা নিয়ে জাতীয় রাজনীতিতে একাধিক সমালোচনা হলেও, শেষমশ সেনাপতি সহ গুজরাতের মাটি থেকে জয় ছিনিয়ে নেয় বিজেপি।

সকাল থেকেই ট্রেন্ড কোন দিকে ছিল?

সকাল থেকেই ট্রেন্ড কোন দিকে ছিল?

এদিনের ভোট গণনা শুরু হতেই সকাল থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থীরা। ৫ লাখেরও বেশি ভোটে গান্ধীনগর থেকে এগিয়ে যান অমিত শাহ। এরপর খবর আসতে থাকে, কচ্ছ, বনসকণ্ঠা, ভোদদরা., উদয়পুর,সুরত, ভাবনগর থেকে বিজেপির জয়ের ছবিটা স্পষ্ট হতে থাকে।

পাতিদার ইস্যু ও বিজেপি

পাতিদার ইস্যু ও বিজেপি

গুজরাতের পাতিদার ইস্যু একটি বড় বিষয়। এই সম্প্রদায়ের ক্ষোভের কারণে ২০১৮ বিধানসবা নির্বাচনে গুজরাতে সংকটের মেঘ আসে আনন্দীবেন পটেল সরকারের ওপর। তবে সেই সমস্যা কাটিয়ে পাতিদার অধ্যুষিত মহসেনা আসনও দখল করে নিয়েছে বিজেপি।

English summary
Gujarat Lok Sabha Election Results 2019, clean sweep for BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X