For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি! মোদী-অমিত শাহের রাজ্য গুজরাতে কমপক্ষে ৭ জনের মৃত্যু

গত কয়েকদিন ধরেই দেশের পশ্চিম উপকূলে ভারী বৃষ্টিপাত (rain) চলছে। মুষলধারায় বৃষ্টির কারণে নদী থেকে বাঁধ সবই পরিপূর্ণ। দু-কূল ভাসিয়ে বিভিন্ন এলাকা প্লাবিত করতে শুরু করেছে গুজরাতে (gujarat)। আবহাওয়া দফতরেরতরফে আগামী ৫

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধরেই দেশের পশ্চিম উপকূলে ভারী বৃষ্টিপাত (rain) চলছে। মুষলধারায় বৃষ্টির কারণে নদী থেকে বাঁধ সবই পরিপূর্ণ। দু-কূল ভাসিয়ে বিভিন্ন এলাকা প্লাবিত করতে শুরু করেছে গুজরাতে (gujarat)। আবহাওয়া দফতরের তরফে আগামী ৫ দিনে সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সেখানে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আহমেদাবাদের বিভিন্ন জায়গায় জমেছে জল

রবিবার রাতে আহমেদাবাদে ২১৯ মিমি বৃষ্টি হয়। তারপর থেকে শহরের বিভিন্ন আবাসিক এলাকায় জল জমেছে। আন্ডারপাস ও বিভিন্ন রাস্তায় জমে রয়েছে জল। সোমবার যে কারণে শহরের স্কুল কলেজ বন্ধ ছিল।এছাড়াও সোমবার মাত্র ৪ ঘন্টায় সেখানে ১৮ ইঞ্চি বৃষ্টি হয়েছে। যার জেরে গুজরাতের বিভিন্ন জায়গায় আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে।

কমপক্ষে ৭ জনের মৃত্যু

গুজরাতের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী রাজেন্দ্র ত্রিবেদী সংবাদ মাধ্যমকে বলেছেন, ২৪ ঘন্টায় বৃষ্টি জনিত দুর্ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। আর ১ জুন থেকে রাজ্যে বজ্রপাত, ডুবে যাওয়া, দেওয়াল ধসে পড়া-সহ বিভিন্ন দুর্ঘটনায় এখনও পর্যন্ত
৬৩ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ৪৬৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৯ হাজার মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। ভারতীয় কোস্ট গার্ড ভালসাদ জেলার অম্বিকা নদীর তীরে আটকে পড়া ১৬ জনকে নিরাপদে এয়ারলিফট করেছে।

প্রভাবতি সড়ক ও ট্রেন চলাচল

প্রবল বৃষ্টি এবং বিভিন্ন এলাকায় জলমগ্ন হওয়ার কারণে চান্দোদ ও একতা নদরের মধ্যে সড়কে থাকা ট্রাক ভেসে গিয়েছে। এছাড়াও যাত্রীবাহী ট্রেন ও এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রভাব ফেলেছে প্রবল বৃষ্টি। বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলি খুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সেখানকার প্রশাসন।

সব ধরনের কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস

বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ গুজরাতে। ডাং, নভসারি, তাপি, ভালসাদ জেলাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্য গুজরাতের ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে পঞ্চমহল, ছোট উজেপুর এবং খেদার মতো জায়গা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতকে সব ধরনের কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দেনবলে জানা দিয়েছে।

অমিত শাহ জানিয়েছেন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৬ টি গল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৩ টি দল সেখানে ত্রাণ ও উদ্ধারের কাজ করছে। ভারী বর্ষণের কারণে ১৩ টি বাঁধকে হাইঅ্যালার্ট এবং আটটিকে সতর্কতার মধ্যে রাখা হয়েছে।

জনসংখ্যা বৃদ্ধিতে ধর্মীয় ভারসাম্যহীনতা বিশৃঙ্খলা তৈরি করতে পারে! সতর্ক করলেন যোগী আদিত্যনাথজনসংখ্যা বৃদ্ধিতে ধর্মীয় ভারসাম্যহীনতা বিশৃঙ্খলা তৈরি করতে পারে! সতর্ক করলেন যোগী আদিত্যনাথ

English summary
Gujarat is facing flood like situation due to heavy rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X