For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতে টাটা ও এয়ার বাসের ২২,০০০ কোটি টাকার প্রকল্প, তৈরি হবে সামরিক বিমান তৈরির কারখানা

গুজরাতে টাটা ও এয়ার বাসের ২২,০০০ কোটি টাকার প্রকল্প, তৈরি হবে সামরিক বিমান তৈরির কারখানা

Google Oneindia Bengali News

টাটা ও এয়ারবাস গুজরাতে বায়ু সেনাবাহনীর জন্য বিশেষ বিমান তৈরি করার প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পটির জন্য ২২,০০০ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানা গিয়েছে। গুজরাতের জন্য নিঃসন্দেহে এটি একটি বড় প্রকল্প।

প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী

প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা সচিব অজয় কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, এই প্রথম কোনও প্রকল্প নেওয়া হয়েছে, যেখানে সামরিক বিমান কোনও বেসরকারি সংস্থা তৈরি করবে। প্রকল্পটির জন্য মোট খরচ হবে ২১,৯৩৫ কোটি টাকা। তবে তিনি জানিয়েছেন, সামরিক খাতে বিমান ব্যবহার করা হলেও বেসমারিক ক্ষেত্রেও এই বিমানগুলো ব্যবহার করা সম্ভব। রবিবার ভদোদরায় এই কারখানার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের শেষের দিকে গুজরাতের নির্বাচন রয়েছে। যদিও গুজরাতের নির্বাচনের দিন এখনও স্থির হয়নি। তার আগে এত বড় একটি প্রকল্পের উদ্বোধন স্বাভাবিকভাবেই গুজরাত নির্বাচনে বিজেপির পায়ের তলার মাটি আরও একটু শক্ত হবে।

আত্মনির্ভর ভারতের লক্ষে প্রধানমন্ত্রী

আত্মনির্ভর ভারতের লক্ষে প্রধানমন্ত্রী

টাটা-এয়ারবাসের এই প্রকল্প প্রধানমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্প ও মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও শক্তিশালী করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কেন্দ্র সরকার সেপ্টেম্বরে এয়ারবাসের থেকে ৫৬টি বিমান কেনার অনুমোদন দিয়েছে। কেন্দ্রের সঙ্গে চুক্তি অনুযায়ী ১৬টি বিমান বাইরে থেকে আসবে। বাকি ৪০টি বিমান ভারতে তৈরি করা হবে। ১৬টি বিমান যা প্রস্তুত হয়ে দেশে আসবে তা ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মধ্যে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। ভারতে তৈরি সামরিক বিমান ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আশা করা হচ্ছে।

ভারতীয় বিমান বাগিনীতে নয়া সদস্য

ভারতীয় বিমান বাগিনীতে নয়া সদস্য

ভারতীয় বিমান বাহিনীতে অভ্র বিমানের পরিবর্তে সি-২৯৫ বিমান আসবে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এই সি-২৯৫ বিমানগুলোতে দ্রুত সেনা নামানোর জন্য বিমানের পিছনের দিকে ব়্যাম্পের একটি দরজা থাকবে। খুব ছোট জায়গায় মধ্যেই বিমানগুলো ওঠা-নামা করতে পারবে। এছাড়ায় ভারতীয় বায়ু সেনার সুবিধার কথা ভেবে একাধিক বৈশিষ্ট্য নিয়ে আসা হয়েছে বিমানগুলোতে।

মোদীর বিরুদ্ধে অভিযোগ

মোদীর বিরুদ্ধে অভিযোগ

প্রসঙ্গত সম্প্রতি মহারাষ্ট্র থেকে বেদান্ত লিমিটেড এবং তাইওয়ানের ফক্সকনের একটি বড় প্রকল্প গুজরাতে চলে গিয়েছে। এই প্রকল্পের জন্য ১৯.৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যেই এই প্রকল্প চালু হয়ে যাবে। ঘটনার জেরে শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সমালোচনা করেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী ইচ্ছা করে অন্য রাজ্যগুলোকে বঞ্চিত করে গুজরাতে সমস্ত শিল্প নিয়ে যাচ্ছে। এই প্রকল্পে এক লক্ষের বেশি কর্মসংস্থান হবে বলে অনুমান করা হচ্ছে।

নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্র, নিজের বাসস্থানে সুরক্ষা নিয়ে আদালতে সুব্রহ্মণ্যম স্বামীনিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্র, নিজের বাসস্থানে সুরক্ষা নিয়ে আদালতে সুব্রহ্মণ্যম স্বামী

English summary
22,000 crore project by Tata and Air Bus in Gujarat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X