For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গেরুয়া দুর্গ গুজরাতে নির্বাচনী জনমত সমীক্ষায় কতটা এগিয়ে বিজেপি, দেখে নিন

বিজেপি শাসিত গুজরাতে এই বিধানসভা নির্বাচন বিজেপি-র কাছে লিটমাস টেস্ট। ভোটগ্রহণ পর্ব শুরুর আগে দেখে নেওয়া যাক ইন্ডিয়া টিভি-ভিএম আর এর জনমত সমীক্ষা কী বলছে।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে বাকি ২ দিন। দেশে জিএসটি, নোটিবাতিলের মতো কেন্দ্রের বিজেপি সরকারের বেশ কিছু পদক্ষেপের পর গুজরাতের বিজেপি-র জমি কতটা শক্ত তা বুঝিয়ে দেবে এই নির্বাচনই। মূলত, বিজেপি শাসিত গুজরাতে এই বিধানসভা নির্বাচন বিজেপি-র কাছে লিটমাস টেস্ট। ভোটগ্রহণ পর্ব শুরুর আগে দেকে নেওয়া যাক ইন্ডিয়া টিভি-ভিএম আর এর জনমত সমীক্ষা কী বলছে। গোটা রাজ্যে বিজেপির দখলে ১০৬-১৬ টি আসন থাকবে বলে মনে কার হচ্ছে। অন্যদিকে, কংগ্রেস ৬৩- থেকে ৭৩ টি আসনের দখল নেবে বলে দাবি ইন্ডিয়া টিভি-ভিএম আর এর জনমত সমীক্ষার।

গেরুয়া দূর্গ গুজরাতে নির্বাচনী জনমত সমীক্ষায় কতটা এগিয়ে বিজেপি, দেখেনিন

গুজরাতের সৌরাষ্ট্রের ৫৪ টি আসন রয়েছে । সেখানের জনমত সমীক্ষা অনুযায়ী বিজেপি এই নির্বাচনে ২৭ থেকে ৩১ শতাংশ ভোট পতে চলেছে । যেখানে কংগ্রেস পাচ্ছে ২৩-২৭ শতাংশ ভোট। অন্য়ান্যদের ঝুলিতে কোনও ভোটই পড়তে দেখা যাচ্ছে না জনমত সমীক্ষায়। এখানে বিজেপি ৪৪ শতাংশ ভোট পাচ্ছে, কঠিন লড়াই দিয়ে কংগ্রেসের ৪১ শতাংশ ভোট ঘরে ঢুকছে।

দক্ষিণ গুজরাতে ৩৫ টি আসনের মধ্যে বিজেপির দখলে ২৩-২৭ টি আসন আসবে বলে মনে কার হচ্ছে জনমত সমীক্ষায়। কংগ্রেস ৬- ১০ টি আসন পেতে পারে। বাকিরা ১-৩ টি আসন পেতে পারে। শতাংশের বিচারে বিজেপির ঝুলিতে ভোট পড়ছে ৪৬ শতাংশ, কংগ্রেসের ৩৯ শতাংশ, বাকিদের ১৫ শতাংশ।

উত্তর গুজরাতে মোট আসন সংখ্যা ৫৩ টি। সেখানে ৩০ থেকে ৩৪ টি আসন পেতে চলেছে বিজেপি। অন্তত জনমত সমীক্ষার এটাই দাবি। কংগ্রেস পেতে চলেছে ১৮ থেকে ২২ টি আসন। শতাংশের বিচারে দেখলে, বিজেপির দখলে এখানে থাকবে ৪৫ শতাংশ ভোট। কংগ্রেস নিতে পারবে ৪২ শতাংশ ভোট।

সব মিলিয়ে দেখতে গেলে গুজরাত বিধানসভা নির্বাচনে ২০১২ সালের তুলনায় বিজেপিকে কঠিন লড়াইয়েপ মুকে ফেলতে চলেছে কংগ্রেস। অন্তত ইন্ডিয়া-টিভি ভিএমআর জনমত সমীক্ষা এমনটাই দাবি করছে।

English summary
The political fervour is gaining pace in Gujarat ahead of the state Assembly elections, with the polling for the first phase to take place on December 9.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X