For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত ভোট: শুধু কি প্রতিশ্রুতিতেই ভোট টানবে বিজেপি? কোন কৌশল মোদী-শাহের

গুজরাতে ভোট: শুধু কি প্রতিশ্রুতিতেই ভোট টানবে বিজেপি? কোন কৌশল মোদী-শাহের

Google Oneindia Bengali News

বিজেপির গড় হলেও গুজরাত নিয়ে জল্পনার শেষ নেই। গুজরাত বিধানসভা নির্বাচনের তোরজোর শুরু হয়ে গিয়েছে। দফায় দফায় গুজরাট সফরে যাচ্ছেন মোদী-শাহ। রবিবার ফের গুজরাত সফরে গিয়েছেন। সেখানে একাধিক প্রকল্পের সূচনা করেছেন তিনি। গুজরাত নিয়ে বিশেষ করে তৎপর বিজেপি। নিজেদের ঘাঁটি হলেও তাকে হালকা ভাবে নিতে নারাজ গেরুয়া শিবির। গুজরাত জয়ের ব্লু-প্রিন্ট ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছে বিজেপি।

গুজরাত বিধানসভা ভোট

গুজরাত বিধানসভা ভোট

লোকসভা ভোটের আগে সবচেয়ে হাইভোল্টেজ ভোট হতে চলেছে গুজরাতে। মোদীর জনপ্রিয়তার একটা বড় পরীক্ষা হবে গুজরাতের এই বিধানসভা ভোটে। তার তোরজোর শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে। ৩০ অক্টোবর গুজরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। ভোটের কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী মোদীর এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই মতই গুজরাতে ধাপে ধাপে প্রভাব বিস্তার করতে শুরু করেেছ বিজেপি। গত ২৫ বছর ধরে গুজরাতে ক্ষমতায় রয়েছে বিজেপি। নতুন করে ক্ষমত ধরে রাখতে কোনও আলাদা রণকৌশল নেবে কিনা বিজেপি তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

গুজরাতে মোদীর সভা

গুজরাতে মোদীর সভা

গুজরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক সভা করে চলেছেন। উত্তরাখণ্ড, গোয়া সহ ৫ রাজ্যের ভোটের পর আহমেদাবাদে সভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। রীতিমত রোড শো করে নিজেদের ক্ষমতা জাহির করেছিলেন তাঁরা। তারপরে একাধিকবার গুজরাতে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। দীপাবলি কাটতেই ফের গুজরাতে হাজির মোদী। একের পর এক প্রকল্পের উদ্বোধন করে চলেছেন তিনি। যেখানে ২৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। যে রাজ্যকে বিজেপির আঁতুরঘর বলা হয়ে থাকে সেখানে প্রধানমন্ত্রী মোদীর দফায় দফা কর্মসূচিতে নতুন পরিকল্পনা দেখছে রাজনৈতিক মহল। বিজেপি কি হারের ভয় দেখছে গুজরাতে। এমনই জল্পনা শুরু হয়েছে।

কৌন রণকৌশলে বিজেপি

কৌন রণকৌশলে বিজেপি

গুজরাত নিজেদের এলাকা হলেও হালকা মেজাজে নিতে নারাজ বিজেপি। সেকারণে প্রথম থেকেই রণকৌশল নিয়ে প্রস্তুত অমিত শাহরা। গুজরাতে এবার বিজেপির বড় প্রতিপক্ষ হয়ে উঠতে চলেছে আম আদমি পার্টি। এখন থেকেই তার তোরজোর শুরু করে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালরা। সেকারণে গুজরাতে এবার নতুন সমীকরণে হাঁটছে বিজেপি। প্রথম থেকেই প্রধানমন্ত্রী মোদীকে প্রচারের ময়দানে নামিয়ে দিয়েছেন তাঁরা। তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। দফায় দফায় মোদীর গুজরাট সফরই বলে দিচ্ছে এবারের বিধানসভা ভোটকে হালকা ভাবে নিতা নারাজ গেরুয়া শিবির।

ভোট কমার আশঙ্কা

ভোট কমার আশঙ্কা

গুজরাতে শক্তি প্রদর্শনে মরিয়া বিজেপি। লোকসভা ভোটের আগে গুজরাতে ভোট ব্যাঙ্ক বাড়াতে পারলে অর্ধেক যুদ্ধ জয় হয়ে যাবে গেরুয়া শিবিরের। কিন্তু এবার গুজরাতে একটু অন্য হাওয়া বইছে। নবরাত্রি থেকে দীপাবলি গুজরাতে একাধিক গোষ্ঠা সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে এসেছে। কাজেই হিন্দুত্ব েয একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে বিজেপির কাছে তাতে কোনও সন্দেহ নেই। সেকারণে আপ থেকে বিজেপি সকলেই হিন্দুত্বের কার্ড খেলতে শুরু করে দিয়েছে।

বিধানসভা নির্বাচনের মুখে বিদ্রোহের মুখে বিজেপি, ১১ জনের টিকিট বাতিলে 'নির্দল’ ২৩ বিধানসভা নির্বাচনের মুখে বিদ্রোহের মুখে বিজেপি, ১১ জনের টিকিট বাতিলে 'নির্দল’ ২৩

English summary
BJP planning for Gujrat assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X