For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত বিধানসভা নির্বাচন ২০২২ দ্বিতীয় দফা LIVE: বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫০.৫১ শতাংশ

  • |
Google Oneindia Bengali News

গুজরাত বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে সোমবার। প্রথম দফায় ৮৯টি আসনে ভোট হয়েছে। মূলত সৌরাষ্ট্র, কচ্ছ, দক্ষিণ গুজরাত অঞ্চলে প্রথম দফা ভোট হয়েছে। প্রথম দফায় ভোট পড়েছে ৬৩.৩১ শতাংশ। এখন দেখার দ্বিতীয় দফায় ভোটদানের হার বাড়ে কি না। প্রথম দফায় ভোটদানের হার দেখে বিজেপি ও কংগ্রেস দুই পক্ষই জেতার দাবি করেছে। এখন দেখার শেষ দফায় কী হয়। দ্বিতীয় দফার সমস্ত ভোট আপডেট দেখুন একনজরে।

গুজরাত বিধানসভা নির্বাচন ২০২২ দ্বিতীয় দফা LIVE আপডেট

Newest First Oldest First
5:17 PM, 5 Dec

গুজরাতের দ্বিতীয় দফার ভোট শেষ

গুজরাতের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে কোথাও কোথা এখনও লাইন দেখা গিয়েছে
3:56 PM, 5 Dec

বিকেল ৩ টে পর্যন্ত ভোটদানের হার ৫০.৫%

গুজরাতের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ পৌঁছে গিয়েছে শেষ পর্যায়ে। বিকেল ৩ টে পর্যন্ত ভোটদানের হার ৫০.৫%
3:45 PM, 5 Dec

ভোটাধিকার প্রয়োগ করলেন ইরফান খান ও ইউসুফ পাঠান। দুজনেই সকলকে ভোটদানের আহ্বান জানালেন। দুজনেই পরিবার নিয়ে ভোট দিতে আসেন।
2:55 PM, 5 Dec

মোদীর বিরুদ্ধে অভিযোগ

মোদী রোড শো করে গুজরাতে ভোট দিতে গিয়েছেন, অভিযোগ কংগ্রেসের। এই নিয়ে কমিশনে অভিযোগও জানানো হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা।
2:46 PM, 5 Dec

ভোট কেন্দ্রে বিশেষভাবে সক্ষম ভোটার

খেদার অঙ্কিত সোনি ২০ বছর আগে দুই হাত হারিয়েছেন। তিনি এদিন ভোট দিলেন পায়ের আঙুল দিয়ে
2:32 PM, 5 Dec

পা দিয়ে ভোট

ভিন্নভাবে সক্ষমরাও ভোট দিচ্ছেন গুজরাত নির্বাচনে। ২০ বছর আগে দুর্ঘটনায় বাদ গিয়েছিল দুই হাত। এদিন পা দিয়ে ভোট দিলেন অঙ্কিত সোনি। তাঁর মতোই ভোটাধিকার প্রয়োগ করেছেন অনেকেই।
2:11 PM, 5 Dec

আনন্দে কংগ্রেস-বিজেপি হাতাহাতি

আনন্দের আঙ্কলাভ বিধানসভার কেশবপুরায় বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে
2:01 PM, 5 Dec

দুপুর ১টা পর্যন্ত ভোট

দুপুর ১টা পর্যন্ত গুজরাতে ভোট পড়ল ৩৪.৭৪ শতাংশ। আগের দিনের থেকে ভোটদানের গতি কিছুটা হলেও বেশি। এখন দেখার দিনের শেষে কতটা ভোট বাক্সে পড়ে।
1:19 PM, 5 Dec

আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর ভোটদান

আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধভি আহমেদাবাদের একটি বুথে ভোট দিলেন। দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি
12:52 PM, 5 Dec

ভদোদরার ভোটদান রাজমাতার

রাজমাতা শুভাঙ্গিনী রাজে ভোট দিলেন ভদোদরায়।তিনি বলেন ভোট দেওয়া আমাদের অধিকারী
12:41 PM, 5 Dec

ভোট দিলেন মোদীর ভাই সোমাভাই

রনিপের নিশান পাবলিক স্কুলের ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই সোমাভাই মোদী
12:16 PM, 5 Dec

বেলা ১১ টা পর্যন্ত ভোটদানের হার ১৯.১৭%

গুজরাতে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বেলা ১১ টা পর্যন্ত ভোটদানের হার ১৯.১৭%
11:32 AM, 5 Dec

ভোট দিলেন অমিত শাহ

ছেলে জয় শাহ এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহমেদাবাদের নারাণপুরায় এএমসির সাব জোনাল অফিসে বুথে ভোট দেন তিনি
10:56 AM, 5 Dec

ভোট দিলেন দিল্লির লেফটেন্ট্যান্ট গভর্নর

ভোট দিলেন দিল্লির লেফটেন্ট্যান্ট গভর্নর বিনয় কুমার স্যাক্সেনা
10:54 AM, 5 Dec

নির্বাচন কমিশনকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

দেশের মানুষের পাশাপাশি নির্বাচন কমিশনকেও ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদীর। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে ভোট করাচ্ছে
10:52 AM, 5 Dec

ভোট দিলেন হার্দিক প্যাটেল

আহমেদাবাদের চন্দ্রনগর প্রাথমিক স্কুলের ২৬৪ নম্বর বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী হার্দিক প্যাটেল
10:50 AM, 5 Dec

সরকার পরিবর্তনের আশা বাঘেলার

সরকার পরিবর্তনের আশা প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাঘেলার। তাঁর আশা এবারের নির্বাচনে ২৭ বছরের বিজেপি শাসনের অবসান হবে
10:49 AM, 5 Dec

ভোট দিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল

শিলাজের অনুপম স্কুলের ৯৫ নম্বর বুথে ভোট দিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল
10:46 AM, 5 Dec

সকাল নটা পর্যন্ত গান্ধীনগরে সব থেকে বেশি ভোট

সকাল নটা পর্যন্ত গান্ধীনগরে সব থেকে বেশি ভোট পড়েছে, ভোটগানের হার ৭%
9:51 AM, 5 Dec

প্রথম ১ ঘন্টায় ভোট পড়েছে ৪.৭৫ শতাংশ

গুজরাতে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। সকাল নয়া পর্যন্ত ভোট পড়েছে ৪.৭৫ শতাংশ
9:49 AM, 5 Dec

গুজরাতিদের ভোট বিজেপির পক্ষে

বিজেপি গুজরাতে শান্তিশৃঙ্খলা বজায় রেখেছে, সেই কারণে মানুষ বিজেপিকে ভোট দেবে, বললেন হার্দিক প্যাটেল
9:45 AM, 5 Dec

ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গুজরাতে দ্বিতীয় দফায় রনিপের নিশান পাবলিক স্কুলে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
9:07 AM, 5 Dec

ভোট দিতে রাজভবন থেকে বেরোলেন প্রধানমন্ত্রী

ভোট দিতে রাজভবন থেকে বেরোলেন প্রধানমন্ত্রী। রনিপের নিশান পাবলিক স্কুলে ভোট দেবেন তিনি
8:44 AM, 5 Dec

সকাল থেকে ভোটের লাইনে সাধারণ মানুষ

সকাল থেকে ভোটের লাইনে সাধারণ মানুষ। আহমেদাবাদের শিলাজ অনুপম স্কুলের ৯৫ নম্বর বুথের ছবি
8:28 AM, 5 Dec

গুজরাতে ভোটগ্রহণ চলছে

গুজরাতে ভোটগ্রহণ চলছে। ভদোদরার জেটালপুরের ১০ নম্বর বুথের ছবি
8:13 AM, 5 Dec

সকাল ৯ টায় ভোট দেবেন প্রধানমন্ত্রী

সকাল ৯ টায় আহমেদাবাদে ভোট দেবেন প্রধানমন্ত্রী। নিজেই টুইট করে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8:05 AM, 5 Dec

প্রধানমন্ত্রী মোদীর আবেদন

গুজরাত বিধানসভার দ্বিতীয় পর্যায়ের ভোটে এবং ৫ টি রাজ্যের সাতটি আসনের উপনির্বাচনে ভোটারদের কাছে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান
7:23 AM, 5 Dec

ভোট বিভাজনে লাভ বিজেপির

রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে অর্থাৎ ২০১৭-র নির্বাচনে বিজেপি ১৬ টি আসনের মধ্যে ১২ টি জয় পেয়েছিল। এবার গেরুয়া শিবির এই ১৬ টির বেশিরভাগে জয় পাবে। কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশ্লেষকরা বলছেন আপ এখানে কোনও প্রধান ফেলতে না পারলেও এআইএমআইএম বেশ কিছু আসনে কংগ্রেসের ভোট নষ্ট করবে। যার ফল বিজেপির এগিয়ে যাওয়া।
7:22 AM, 5 Dec

আহমেদাবাদের ১৬ আসনে লড়াই গুরুত্বপূর্ণ

আহমেদাবাদ শহরের নির্বাচনী ফলাফলের ইতিহাসে চোখ রাখলে দেখা যাবে, ২০১২ সালে কংগ্রেস এই ষোলোটির মধ্যে ২ টি আসনে জয়লাভ করেছিল। ২০১৭-তে সেই সংখ্যাটা বেড়ে হয় ৪। সেই পরিস্থিতিতে এবারের নির্বাচনে ১৬ টি আসনে বিজেপি ও কংগ্রেস ছাড়াও প্রার্থী দিয়েছে আপ। এছাড়াও ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এআইএমআইএম।
7:20 AM, 5 Dec

কড়া নজরদারি নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন এর আগে জানিয়েছিল এবারের নির্বাচনে ২৯০ কোটি টাকা মূল্যের নগদ, মাদক, মদ এবং বিনামূল্যে বিলি মতো জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এই পরিসংখ্যান ২০১৭ সালের নির্বাচনের সময়ে উদ্ধার কার জিনিসপত্রের তুলনায় ১০ গুণ বেশি।
READ MORE

English summary
Gujarat Assembly Election 2022 Phase 2 Live Updates, Breaking News, Picture, Videos in bengali oneindia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X