For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিজ বিপর্যয়ে কী ধাক্কা খাবে বিজেপির মোরবি ঘাঁটি? কী বলছে রাজনৈতিক মহল

ব্রিজ বিপর্যয়ে কী ধাক্কা খাবে বিজেপির মোরবি ঘাঁটি? কী বলছে রাজনৈতিক মহল

Google Oneindia Bengali News

ভোটের আগে মোরবি কাণ্ড বেজায় চাপে ফেলেছে বিজেপিকে। নিজেদের গড়েই চাপে রয়েছে গেরুয়া শিবির। ঘটনার তদন্ত যত এগোচ্ছে তত প্রশাসনের গাফিলতি প্রকাশ্যে আসতে শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে এই ব্রিজ বিপর্যয় মোরবিতে বিজেপির ভোট ব্যাঙ্কে ভাল প্রভাব ফেলবে। ভোট কমতে পারে বিজেপির। কারণ কেবল মাত্র প্রশাসনের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। তাতে ১৪৩ জনের প্রাণ গিয়েছে।

বিজেপির ভোট ব্যাঙ্কে ধাক্কা

বিজেপির ভোট ব্যাঙ্কে ধাক্কা

মোরবিকে গুজরাতে বিজেপির শক্তঘাঁটি বলা হয়ে থাকে। ভাল ভোট ব্যাঙ্ক রয়েছে বিজেপির এখানে। কিন্তু সেই ভোট ব্যাঙ্ক ধাক্কা খেতে পারে বিজেপির। এমনই মনে করছে রাজনৈতিক মহল। কারণ মোরবি ব্রিজ বিপর্যয়ে একের পর এক গাফিলতির ছবি ধরা পড়তে শুরু করেছে। টেন্ডার না ডেকে অনভিজ্ঞ সংস্থাকে ব্রিজ মেরামতের দায়িত্ব দেওয়া। ফিটনেস সার্টিফিকেট ছাড়াই ব্রিজ সাধারণের জন্য খুলে দেওয়া। এরকম একাধিক ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। তদন্ত যত এগিয়েছে তত মোদী-শাহের রক্তচাপ বেড়েছে।

ভোট ব্যাঙ্ক ধরে রাখতেই কি মোদীর মোরবি সফর

ভোট ব্যাঙ্ক ধরে রাখতেই কি মোদীর মোরবি সফর

প্রধানমন্ত্রী মোদীর গুজরাত সফর চলাকালীনই এই বিপর্যয়ের ঘটনা ঘটে। ১৪২ জন মারা গিয়েছেন এই দুর্ঘটনায়। প্রধানমন্ত্রী মোদী নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোরবিতে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন। মতদের পরিবারকে সবরকম সরকারি সাহায্যে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী নিজে উদ্ধারকাজের খোঁজ খবর নিয়েছেন। বৈঠক করেছেন উচ্চ পদস্থ আধিকারীকদের সঙ্গে। আর কোনও রাজ্যে কোনও দুর্ঘটনা ঘটলে এই তৎপরতা দেখা যায়নি। কেবল মাত্র গুজরাত বলেই কী মোদীর এই তৎপরতা। নাকি ড্যামেজ কন্ট্রোলে মোদীকে নামিয়ে ভোট ব্যাঙ্ক ধরে রাখার মরিয়া চেষ্টা চালিয়েছে বিজেপি।

সুযোগ বাড়ল আপের

সুযোগ বাড়ল আপের

গুজরাতে বিধানসভা ভোট ঘিরে তৎপরতা শুরু করে দিয়েছে আপ। এবার গুজরাতে আপ সরকার গড়বে বলে দাবি করেছেন তিনি। বিজেপিকে চাপে রাখতে গুজরাতের একাধিক ক্ষেত্রের পরিকাঠামো নিয়ে সরব হয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মোরবি কাণ্ড সেই সুযোগ হাতে তুলে দিয়েছে আম আদমি পার্টিকে। এবার আরও সহজ হবে আপের কাছে বিজেপির ভোট ব্যাঙ্কে ভাঙন ধরানো। ইতিমধ্যেই কেজরিওয়াল সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

মোরবি বিপর্যয়

মোরবি বিপর্যয়

প্রধানমন্ত্রী মোদীর গুজরাত সফরের মাঝেই ভয়াবহ ব্রিজ বিপর্যয়ের ঘটনা ঘটেছে মোরবিতে। গুজরাতের মচ্ছু নদীর উপরে শতাব্দী প্রাচীন ব্রিজ ভেঙে ১৪২ জনের মৃত্যু হয়েছে। তাতে এক পশ্চিমবঙ্গের বাসিন্দাও রয়েছে। এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এই ঘটনার সিবিআই-ইডি তদন্ত চাই। সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হওয়া উচিত। ভোট নিয়ে ব্যস্ত সরকার। ভোটের জন্য তড়িঘড়ি ব্রিজ খুলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

অনুব্রতহীন বীরভূমে কার হাতে তৃণমূলের রাশ, পঞ্চায়েত ভোটের আগে 'কৌশলী’ সিদ্ধান্ত অনুব্রতহীন বীরভূমে কার হাতে তৃণমূলের রাশ, পঞ্চায়েত ভোটের আগে 'কৌশলী’ সিদ্ধান্ত

English summary
Morbi Bridge tragedy may effect Vote bank
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X