For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় ধাক্কা কংগ্রেসে! দল ছাড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি, জোর গুঞ্জন গুজরাতে

ভরতসিং সোলাঙ্কি সোমবার কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে সরে গিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভালো ফল করেছিল। বিজেপিকে এক সময়ে দারুণ প্রতিযোগিতায় ফেলে দিয়েছিল। যার নেতৃত্বে এই লড়াই হয়েছিল, সেই ভরতসিং সোলাঙ্কি সোমবার কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে সরে গিয়েছেন বলে খবর রটেছিল। যদিও প্রদেশ কংগ্রেসের তরফে এই ঘটনাকে অস্বীকার করা হয়েছে।

বড় ধাক্কা কংগ্রেসে! দল ছাড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি

খবর রটে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে সোলাঙ্কি পদত্যাগপত্র তুলে দিয়েছেন। তবে কেন তিনি পদত্যাগ করলেন তা তখনও স্পষ্ট ছিল না। যদিও এদিনও সোলাঙ্কির পদত্যাগ নিয়ে জল্পনা রয়েছে।

২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে সোলাঙ্কি গুজরাত প্রদেশ সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ইউপিএ ২ সরকারে সোলাঙ্কি পানীয় জল ও শৌচ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ২০০৪-২০০৬ সালে মধ্যে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেছেন।

সোলাঙ্কি সরে যাওয়ার পরে কে গুজরাতের প্রদেশ কংগ্রেস প্রধান হবে তা নিয়ে জল্পনা শুরু হয়। সোলাঙ্কি সরে গেলে অর্জুন মোদওয়াদিয়া, সিদ্ধার্থ প্যাটেল, শক্তিসিং গোহিল কুঁয়রজি বাভালিয়া, পাঞ্জা বংশ, জগদীশ থাকোরের মতো নেতাদের মধ্যে থেকেই কাউকে দলের প্রদেশ নেতৃত্বের জন্য বেছে নেওয়া হতে পারে।

English summary
Bharatsinh Solanki resigns as Congress Gujarat chief
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X