For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবিবার মঞ্চে মাথা ঘুরে পড়ে যান, এবার করোনা আক্রান্ত হলেন গুজরাতের মুখ্যমন্ত্রী

Google Oneindia Bengali News

বিজেপির সভা চলছিল। মঞ্চ থেক বক্তৃতা রাখছিলেন দলের কর্মী সমর্থকদের উদ্দেশে। ভাষণ দিতে দিতে হঠাৎই সংজ্ঞা হারালেন বিজেপি নেতা তথা গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা জানান চিকিৎসকরা। এরই মধ্যে বিজয় রুপানির করোনা পরীক্ষার রিপোর্ট আসে। জানা গিয়েছে, তিনি কোভিড আক্রান্ত।

একাধিক সভার কারণে দুর্বল হয়ে পড়েছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী

একাধিক সভার কারণে দুর্বল হয়ে পড়েছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী

ভদোদরার নিজামপুরা এলাকার মেহসানানগরে বিজেপির জনসভা ছিল। ২১ ফেব্রুয়ারি থেকে সেখানে পৌরভোট। এর আগে তারসালি ও কারেলিবাগে জনসভা ছিল বিজয় রুপানি। মেহসানানগরে এটি ছিল তাঁর তৃতীয় কর্মসূচি। মঞ্চে ওঠার পর থেকেই বিজয় রুপানিকে অসুস্থ লাগছিল। একদিনে টানা তিনটি সভা। সম্ভবত, একাধিক সভার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

হঠাৎই সংজ্ঞা হারান রুপানি

হঠাৎই সংজ্ঞা হারান রুপানি

যখন বিজয় রুপানি বক্তৃতা দিচ্ছিলেন, তখন হঠাৎই সংজ্ঞা হারান তিনি। তাঁর পিছনেই দাঁড়িয়ে ছিলেন এক নিরাপত্তারক্ষী। পরিস্থিতি বুঝতে পেরে ওই নিরাপত্তারক্ষী সঙ্গে সঙ্গে বিজয় রুপানির পিছনে চলে যান এবং তাঁকে ধরে ফেলেন। ছুটে আসেন মঞ্চে বসে থাকা বিজেপির অন্যান্য নেতারাও।

কিছুক্ষণ পরেই অবশ্য সংজ্ঞা ফিরে পান তিনি

কিছুক্ষণ পরেই অবশ্য সংজ্ঞা ফিরে পান তিনি

কিছুক্ষণ পরেই অবশ্য সংজ্ঞা ফিরে পান তিনি। তবে সংজ্ঞা ফিরে পেলেও তিনি আর বক্তৃতা রাখেননি। জ্ঞান ফেরার পরও যে তিনি খুব একটা সুস্থ অনুভব করছেন এমনটাও তাঁর চোখ-মুখ দেখে মনে হয়নি। এরপর মঞ্চের সিঁড়ি দিয়ে নেমে সভাস্থান থেকে চলে যান তিনি। তাঁকে গান্ধীনগরে নিয়ে যাওয়া হয়েছে।

<strong>শ্রীলঙ্কা, নেপালেও বিজেপির সরকার গঠন করবেন অমিত শাহ! গেরুয়া শিবিরের পরিকল্পনা ঘিরে জল্পনা</strong>শ্রীলঙ্কা, নেপালেও বিজেপির সরকার গঠন করবেন অমিত শাহ! গেরুয়া শিবিরের পরিকল্পনা ঘিরে জল্পনা

English summary
Gujarat CM Vijay Rupani infected with Covid 19 after one day of fainting on stage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X