For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দীবেন

Google Oneindia Bengali News

রাজ্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী আনন্দীবেন
নয়াদিল্লি, ১০ জুন : কেন্দ্রীয় সরকারের সঙ্গে গুজরাতের অনুদান ও অমীমাংসিত পড়ে থাকা ইস্যুগুলো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল।

মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিকবার নরেন্দ্র মোদী অভিযোগ তুলেছিলেন গুজরাতের একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার গুজরাতকে ঝুলিয়ে রেখেছে। প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছে না। এবার সেই সমস্ত পড়ে থাকা বিষয়গুলি নিয়েই গুজরাতের প্রাক্তণ মুখ্যমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার দেখা করলেন আনন্দীবেন।

এর আগে গুজরাত সরকার কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছিল, যখন ২টি নতুন কলেজ খোলার অনুমোদন আটকে রেখে এবং কলেজে ১৫০টি আসেনর স্বীকৃতি দেয়নি কেন্দ্র। সেই সব পুরনো আটকে থাকা বিষয় নিয়েই এদিন গুজরাতের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

গুজরাতের মুখ্যমন্ত্রীর পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চিমলিং, মিজোরামের মুখ্যমন্ত্রী লালঠনহাওলা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টি আর জেইলাংয়ের সঙ্গে সমশ্লিষ্ট এলাকার উন্নয়ন প্রসঙ্গেও আলোচনা করেন।

বিজেপি নির্বাচনী প্রচারের সময়েই জানিয়েছিল ক্ষমতায় আসলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষ জোর দেবে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার সেই প্রতিশ্রুতি রক্ষায় জোর দিতে চাইছে।

English summary
Gujarat CM Anandiben Patel meets PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X