For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারদ মুনি কি গুগলের পূর্বসুরি, জেনে নিন গুজরাতের মুখ্য়মন্ত্রী বিজয় রুপানির বক্তব্য

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি নারদ মুনিকে গুগলের সঙ্গে তুলনা করে বলেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় কি হচ্ছে সব জানতেন নারদ।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

মাত্র দু'সপ্তাহ আগেই ভারতবাসী জেনেছে মহাভারতের যুগে ভারতে ইন্টারনেট পরিষেবা ছিল, ছিল উপগ্রহ যোগাযোগ ব্য়বস্থা। সৌজন্যে ত্রিপুরার মুখ্য়মন্ত্রী। এবার আরেক বিজেপি শাসিত রাজ্য গুজরাতের মুখ্য়মন্ত্রী বিজয় রুপানি গুগলের সঙ্গে জুড়ে দিলেন পৌরাণিক চরিত্র নারদ মুনির নাম। তবে, গুগল নারদ তৈরি করেছিলেন গোছের বৈপ্লবিক দাবি তিনি করেননি। বলেছেন, নারদ মুনির বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় কি হচ্ছে সব জানতেন, অনেকটা আজকের দিনের গুগলের মতোই।

নারদ মুনি কি গুগলের পূর্বসুরি

আরএসএস-এর মিডিয়া উইং বিশ্ব সম্ভব কেন্দ্র সাংবাদিকদের জন্য এক সম্বর্ধনা সভার আয়োজন করেছিল। সেখানেই উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। সভায় তিনি সাংবাদিকদের দায়িত্ব সম্পর্কে বলতে গিয়ে নারদ মুনির প্রসঙ্গ টানেন। নারদকে তিনি প্রকৃত সাংবাদিক বলে বর্ণনা করেন। কারণ তাঁর মতে গুগলের মতো বিশ্ব সংসারের সব খবর নারদের কাছে থাকলেও মানব কল্য়ানের কাজে যা তথ্য লাগবে তাছাড়া ওই মুনি একটা কথাও প্রকাশ করতেন না। রুপানি বলেন, 'এই গুনের জন্যই তিনি ঋষির স্বীকৃতি পেয়েছিলেন। অনেকেরই ধারণা নারদ মুনি বোধহয় ঝগড়া বাঁধান। এটা ঠিক নয়। বিশ্ব সংসারের মঙ্গল হবে, এরকম তথ্যই তিনি জানাতেন'। উপস্থিত সাংবাদিকদেরও তিনি নারদের পথ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন, 'এমন খবর করুন যাতে মনুষের ভাল খবর হয়'।

তাঁর এই গুগলের নারদ যোগ মন্তব্য়ে বিতর্ক হয়নি ঠিকই কিন্তু বিরোধীরা বলছেন, বিজেপি সরকারের আমলে দেশে নারী, দলিত, সংখ্য়ালঘু, চাষী নির্যাতন ছাড়া খবর করার আছে টা কি। কাজেই সাংবাদিকরা ভাল খবর করবেন কোথা থেকে? তিনি বিতর্ক এড়াতে পারলেও ছাড় নেই ত্রিপুরার মুখ্য়মন্ত্রীর। বিপ্লব কখনও বলেছেন, মহাভারতের যুগে ভারতে ইন্টারনেট ছিল, উপগ্রহ যোগাযোগ ছিল। কখনও মেকানিকাল ইঞ্জিনিয়ারদের সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে নিরুত্সাহ করেছেন, কারণ ওটা সিভিল ইঞ্জিনিয়াররা ভাল বোঝে। বিতর্কিত মন্তব্য় করার জন্য় তাঁকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন মোদি-অমিত শাহ। আগামী ২ মে তাঁর দিল্লি যাওয়ার কথা।

English summary
Gujarat Chief Minister Vijay Rupani likened mythological character Narada with Google the sage knew everything that was happening in the world.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X