For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোনাল্ড ট্রাম্পের যাত্রাপথে বড়সড় পাঁচিল গুজরাতে! 'কারণ' জানিয়ে সরব বিরোধীরা

গুজরাতে ডোনাল্ড ট্রাম্পের যাত্রাপথে বড়সড় পাঁচিল! 'কারণ' জানিয়ে সরব বিরোধীরা

  • |
Google Oneindia Bengali News

আর মাঝে রয়েছে কয়েকদিন সময়। তারপরই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৪ ফেব্রুয়ারি গুজরাতে তাঁর বড়সড় রোড শো হওয়ার কথা রয়েছে। 'কেমছো ট্রাম্প' নামাঙ্কিত এই রোডশো ঘিরে রীতিমতো আলোচনা চলছে গুজরাতের রাজনৈতিক মহলে। উঠে আসছে এক পাঁচিল নির্মাণ নিয়ে একটি বিতর্কিত বিষয়।

কেন গুজরাতে তৈরি হচ্ছে পাঁচিল?

কেন গুজরাতে তৈরি হচ্ছে পাঁচিল?

শোনা যাচ্ছে যে পথ দিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি গুজরাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যাবেন বিমান বন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত, সেই পথের চারিদিকে তৈরি হচ্ছে বিশাল উঁচু পাঁচিল। যুদ্ধকালীন তৎপরতায় তা নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। আর এই পাঁচিল নিয়েই শুরু হয়েছে গুজরাতের রাজনীতির আলোচনা।

বিরোধীদের কোন দাবি?

বিরোধীদের কোন দাবি?

বিরোধীদের দাবি, এই উঁচু পাঁচিল আসলে ট্রাম্পের নজর থেকে গুজরাতের বস্তিকে আড়াল করার উপায়। যে পথ দিয়ে ট্রাম্প যাবেন, সেই পথের দুই পাশে যে সমস্ত 'অনুন্নয়নের' কাজ হয়েছে, তা মার্কিন রাষ্ট্রপ্রধানের চোখে পড়লে মোদীর অসম্মান হতে পারে, তাই এমন সিদ্ধান্ত বলে দাবি কংগ্রেসের।

বস্তি ঢাকতে পাঁচিল?

বস্তি ঢাকতে পাঁচিল?

কংগ্রেসের সরাসরি দাবি, গুজরাতের বিমানবন্দর থেকে ইন্দিরা ব্রিজ পর্যন্ত এলাকায় যে সমস্ত বস্তি রয়েছে সেই বস্তি ঢাকতেই এমন ব্রিজ তৈরি হচ্ছে গুজরাতে। প্রতিটি পাঁচিল ৬তেকে ৭ ফুট উচ্চতার বলে খবর। প্রায় আধ কিলোমিটার জুড়ে এই পাঁচিল চলে গিয়েছে।

ভারতে 'কেমছো ট্রাম্প'!

ভারতে 'কেমছো ট্রাম্প'!

এই ফেব্রুয়ারি মাসে ভারতে আসছেন ট্রাম্প। গতবার মার্কিন মুলুকে গিয়ে 'হাউডি মোদী' অনুষ্ঠানে ৫০ হাজার মানুষের সামনে বক্তব্য রাখেন মোদী। আর এবার তার পাল্টা হিসাবে ভারতে ট্রাম্পের জন্য মোদীর শহর গুজরাত আয়োজিত করছে 'কেমছো ট্রাম্প'।

English summary
Gujarat build big wall before Donald Trump's visit, opposition sits reason .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X