কীভাবে অযোধ্যার রায় বিজেপির পক্ষে, ব্যাখ্যা করলেন বিজেপি সাংসদ! সমালোচনায় সরব কংগ্রেস
কেন্দ্রে তাদের সরকার থাকায় অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে। এমনটাই মন্তব্য করে বসলেন গুজরাত থেকে নির্বাচিত বিজেপি সাংসদ মনসুখ ভাসাভা। যদিও এই বক্তব্যের সমালোচনা করে সাংসদের কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছে কংগ্রেস। এই সাংসদ সাম্প্রদায়িত উত্তেজনা বাড়াচ্ছেন বলেও অভিযোগ করেছে কংগ্রেস।

ভারুচের সাংসদের মন্তব্য
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বিজেপি সাংসদ মনসুখ ভাসাভা বলেছিলেন, রাম জন্মভূমিক ইস্যুটা অনেক পুরনো। রাম জন্মভূমির আন্দোলন স্বাধীনতার আগে থেকেই চলে আসছে বলেও দাবি করেছিলেন তিনি। সেই সময়ই তিনি বলেন, কেন্দ্রে তাদের সরকার থাকায় সুপ্রিম কোর্ট তাদের পক্ষেই রায় দিয়েছে।

সাংসদের সাফাই
নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন বিজেপি সাংসদ মনসুখ ভাসাভা। তিনি বলেছেন, বিজেপি সরকার অযোধ্যা নিয়ে রায় প্রকাশের পর কী ভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে তাই তিনি বলতে চেয়েছিলেন।

কংগ্রেসের দাবি
ভারুচ কংগ্রেসের সভাপতি পরিমল সিন রানা সাংসদের কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছেন। সাংসদ সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ কংগ্রেসের।

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়
অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিতর্কিত জায়গাতেই রামমন্দির তৈরি হবে। মসজিদ তৈরির জন্য অযোধ্যাতেই সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।