For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর রাজ্যে বিধানসভায় কংগ্রেস ও বিজেপির 'মল্ল যুদ্ধ', দেখুন ভিডিও

বিজেপি কংগ্রেস মুষ্টি যুদ্ধ। আর জেরেই বুধবার উত্তাল হল গুজরাত বিধানসভা। ঘটনার জেরে এক কংগ্রেস বিধায়ককে বিধানসভার বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড করেছেন বিধানসভার অধ্যক্ষ।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি কংগ্রেস মুষ্টি যুদ্ধ। আর জেরেই বুধবার উত্তাল হল গুজরাত বিধানসভা। ঘটনার জেরে এক কংগ্রেস বিধায়ককে বিধানসভার বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড করেছেন বিধানসভার অধ্যক্ষ।

মোদীর রাজ্যে বিধানসভায় কংগ্রেস ও বিজেপির 'মল্ল যুদ্ধ', দেখুন ভিডিও

গুজরাট বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলছিল। সেই সময় স্পিকার রাজেন্দ্র ত্রিবেদী কংগ্রেস বিধায়ক বিক্রম মদমকে তাঁর বক্তব্য জানাতে বাধা দেন। বিক্রম মদম তাঁকে বলতে দেওয়ার দাবি জানাতে থাকেন। সেই সময়ই হট্টগোল শুরু হয়। এই সময় কংগ্রেস বিধায়ক বিজেপি বিধায়ক জগদীশ পাঞ্চালকে মাইক্রোফোনের রড দিয়ে আঘাত করেন। এরপরেই শাসকদলের বিধায়করা বিরোধী অমরীশ দার আঘাত করেন।

স্পিকার বিক্রম মদমকে বাধা দেওয়ার পরেই বিরোধী বিধায়ক বিক্রম মদম এবং অমরীশ দার প্রতিবাদ করতে বিধানসভার ওয়েলে ছুটে যান।

এই সময় স্পিকার দুই কংগ্রেস বিধায়ককেই দিনের মতো সাসপেন্ড করেন এবং মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেন।

এই সময় ক্ষিপ্ত কংগ্রেস বিধায়ক প্রতাপ দুধাত বিজেপি বিধায়ক জগদীশ পাঞ্চালকে মাইক্রোফোনের রড দিয়ে আঘাত করেন।

স্পিকারের বক্তব্যের সময় বিজেপির জগদীশ পাঞ্চাল কংগ্রেস বিধায়কদের চুপ করিয়ে দিয়েছিলেন।

এদিকে এই আঘাতে পরেই স্পিকার কংগ্রেস বিধায়ক প্রতাপ দুধাতকে বাজেট অধিবেশনের পুরো সময়ের জন্য সাসপেন্ড করেন। এরপরেই দশ মিনিটের জন্য বিধানসভা মুলতুবি করে দেন স্পিকার।

এই সময়েই মধ্যেই বিধানসভার পিছনের দরজা দিয়ে ফের বিধানসভায় ঢোকেন কংগ্রেস বিধায়ক প্রতাপ দুধাত। তিনি বিজেপি বিধায়ক জগদীশ পাঞ্চালকে হাত দিয়ে আঘাত করেন। এই সময় পাঞ্চালের পাশে থাকা অন্য বিজেপি বিধায়ক পাঞ্চালকে বাঁচাতে গিয়ে কংগ্রেস বিধায়ককে আক্রমণ করেন।
এই সময় মার্শাল ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

English summary
Gujarat Assembly witnessed ruckus on Wednesday as members of Cong and BJP engages in blows
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X