For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(LIVE) গুজরাতে দুপুর ২টো পর্যন্ত ভোট পড়ল ৩৫.৫২ শতাংশ, ভাবনগরে সেলফি পয়েন্ট ঘিরে উন্মাদনা

গুজরাতে প্রথণ দফার ভোটগ্রহণ শুরু হল আজ। প্রথম দফায় ৮৯টি আসনে হচ্ছে ভোটগ্রহণ।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হল আজ। প্রথম দফায় ৮৯টি আসনে হচ্ছে ভোটগ্রহণ। জোর লড়াইয়ে বিজেপি-কংগ্রেস। মোট ৩৩টি জেলার মোট ১৮২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলবে দুই দফায়। পোলিং স্টেশন রয়েছে ৫০১৮২টি। সবমিলিয়ে গুজরাতে প্রথম দফায় ভোটার ২ কোটি ১২ লক্ষ ৩১ হাজার ৬৫২ জন। এর মধ্যে মহিলা ভোটার ১ কোটি ১ লক্ষ ২৫ হাজার ৪৭২ জন। এবং পুরুষ ভোটার ১ কোটি ১১ লক্ষ ৫ হাজার ৯৩৩ জন। [আরও পড়ুন : গুজরাতে ভোট যুদ্ধে কারা এগিয়ে, কী বলছে টাইমস নাও-ভিএমআর সমীক্ষা]

গুজরাতে প্রথম দফার ভোটে ৮৯টি আসনে শুরু ভোটগ্রহণ

সমস্ত আপডেট দেখুন এখানে :

বিকেল ৪টে ৪০ মিনিট : ভোট দিলেন কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই রুদাভাই বালা।

বিকেল ৩টে ৫১ মিনিট : ভাবনগরে বুথের বাইরে নতুন ভোটারদের জন্য রয়েছে সেলফি পয়েন্ট। যাতে সকলে প্রথম ভোট দিয়ে তা স্মরণীয় করে রাখতে পারেন।

বিকেল ৩টে : দুপুর ২টো পর্যন্ত গুজরাতে ভোট পড়েছে ৩৫.৫২ শতাংশ। জানাল নির্বাচন কমিশন।

দুপুর ২টো ৩০ মিনিট : পোরবন্দরে ইভিএম গোলমালের খবর পেয়ে সেখানে গেলেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা।

দুপুর ১টা ৩০ মিনিট : ইভিএমের সঙ্গে ব্লুটুথ সংযোগ রয়েছে পোরবন্দরের সারদা মন্দির স্কুলের বুথে। এই অভিযোগ জানিয়েছে কমিশনে অভিযোগ দায়ের কংগ্রেসের।

দুপুর সাড়ে ১২ টা : দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ল ৩১ শতাংশ।

সকাল সাড়ে ১১টা : সকাল ১১টা পর্যন্ত গুজরাতে ভোট পড়ল ২০.০৯ শতাংশ।

সকাল ১১টা : গোলমাল হওয়ায় দুটি ইভিএম ও একটি ভিভিপ্যাট মেশিন সরিয়ে দিল নির্বাচন কমিশন।

সকাল সাড়ে ১০ টা : সকাল ১০টা পর্যন্ত প্রথম ২ ঘণ্টায় ভোট পড়ল ৯.৭৭ শতাংশ।

সকাল ১০টা ২০ মিনিট : সুরাটের সর্দার প্যাটেল বিদ্যাভবন ভোটকেন্দ্রে ইভিএম বিভ্রাট। পাল্টানো হল ভোটয্ন্ত্র।

সকাল ১০ টা ১০ মিনিট : প্রতিটি বুথেই সকাল থেকেই লাইন পড়েছে। ভোটের আনন্দে মেতেছেন সকলে। সকাল সকাল ভোট দিলে ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

সকাল ১০ টা : বিয়ের আগে নবদম্পতি বিয়ের সাজে ভোট দিতে এলেন গুজরাতে। ঘটনাটি ঘটেছে বারুচে।

সাড়ে ৯টা : পতিদারদের ভোট যেমন অনেকাংশে বিজেপির বিরুদ্ধে চলে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, তেমনই ওবিসিদের ভোট সেভাবে ভাগ হয়নি। ফলে তাঁরা কোনদিকে ঢলে পড়েন সেটা গুরুত্বপূর্ণ। সেটা ভোটের হিসাবে প্রভাব ফেলতে পারে।

সকাল ৯টা ১০ মিনিট : সস্ত্রীক ভোট দিয়ে বেরিয়ে এলেন রাজকোট পশ্চিমে বিজেপি প্রার্থী বিজয় রূপানি। তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের ইন্দ্রনীল রাজ্যগুরু।

৮টা ৫৫ মিনিট : নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাতে আমরা ১৫০টির বেশি আসন পেয়ে জয়ী হব। আমাদের কোনও বাধা নেই। ভাবনগরে ভোট দিয়ে বেরিয়ে ঘোষণা বিজেপির গুজরাত রাজ্য সভাপতি জীতু ভাগানির।

৮টা ৩০ মিনিট : গুজরাতের বিজেপি রাজ্য সভাপতি জীতুভাই ভাগানি ভাবনগরের বুথে ঢুকে সকাল সকাল দিয়ে দিলেন ভোট। রাজকোট পশ্চিম থেকে ভোট দিয়ে ফেলেছেন বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী বিজয় রূপানিও।

৮টা ২০ মিনিট : সমীক্ষা বলছে সুরাটের বস্ত্র ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্যদের একটা বড় অংশ জিএসটি বলবৎ হওয়ার কারণে বিজেপির উপরে ক্ষুব্ধ। তাঁরা দলে দলে কংগ্রেসে ভোট দেন কিনা সেটাই দেখার। তবে এই অঞ্চলে আগের চেয়ে কংগ্রেসের শক্তি বৃদ্ধি পেয়েছে। সেটা কতটা কাজে লাগাতে পেরেছে রাহুল গান্ধীর দল সেটাই এখন দেখার।

সকাল ৮টা ০৬ মিনিট : সকাল থেকেই বুথে বুথে লাইন শুরু হয়ে গিয়েছে। বিজেপি না কংগ্রেস কাদের দিকে মানুষ মুখ ফিরে তাকায় সেটাই এখন দেখার।

সকাল ৮টা : প্রথম দফার ভোটগ্রহণ শুরু হল গুজরাতে।

সকাল ৭টা ৫০ মিনিট : ভোটে জেতার বিষয়ে আশাবাদী বিজয় রূপানি। প্রতিযোগিতার তত্ত্ব উড়িয়ে দিলেন তিনি। পাশাপাশি সকলকে এগিয়ে এসে ভোট দেওয়ারও আহ্বান জানালেন।

সকাল ৭টা ৪৫ মিনিট : আর কিছুক্ষণে মধ্যেই গুজরাতে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হবে।

সকাল ৭টা ৩০ মিনিট : টুইট করে সকলকে ভোট দেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
Gujarat Assembly Elections 2017 Upsates : First phase 89 seats poll; Hard fight between BJP-Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X