For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Gujarat Election Results 2022: গুজরাতে ফের বিজেপি সরকার! কোন সর্বকালীন রেকর্ড গড়ে?

  • |
Google Oneindia Bengali News

গুজরাতে চলছে পঞ্চদশ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রক্রিয়া। বুথফেরত সমীক্ষাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল বিজেপিই ফের ক্ষমতা দখলে রাখতে চলেছে। এমনকী আসন সংখ্যার নিরিখেও যে নরেন্দ্র মোদী-অমিত শাহের রাজ্যে শাসক বিজেপি নতুন রেকর্ড গড়বে, সেই আভাসও মিলেছিল। সেটাই মিলে যাচ্ছে ভোট গণনা প্রক্রিয়া শুরু হওয়ার পরই।

সপ্তম সরকার গঠনের পথে বিজেপি

সপ্তম সরকার গঠনের পথে বিজেপি

১৮২ আসনের বিধানসভা নির্বাচনে ১৯৯৫ সাল থেকে ক্ষমতায় রয়েছে বিজেপি। আরও পাঁচ বছরের জন্য গুজরাতে বিজেপি সরকার গড়তে চলেছে। টানা সপ্তমবার সরকার গড়তে চলেছে বিজেপি, বাংলায় যে নজির ছিল বামফ্রন্টের। তবে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপিকে স্বস্তি দিতে পারে আরও একটি পরিসংখ্যান। তা হলো, ২০০২ সালের পর থেকে যতগুলি বিধানসভা নির্বাচন হয়েছে তাতে ক্রমাগত আসন কমছিল বিজেপির। সেই ধারা এবার থামছে।

২০ বছরের রেকর্ড ভাঙার পথে

২০ বছরের রেকর্ড ভাঙার পথে

১৯৯৫ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি গুজরাতে সরকার গড়েছিল ১২১টি আসন পেয়ে। সেবার নবম বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় ৪৫টি এবং নির্দল ১৬টি আসন। ১৯৯৮ সালে দশম বিধানসভা নির্বাচনে বিজেপির আসন কমে হয় ১১৭, কংগ্রেস পায় ৫৩টি, আরজেপি (রাষ্ট্রীয় জনতা পার্টি) ৪টি, জনতা দল ৪টি, সমাজবাদী পার্টি ১টি এবং নির্দল ৩টি। ২০০২ সালে একাদশ বিধানসভা নির্বাচনে বিজেপি পায় এখনও অবধি সর্বাধিক ১২৭টি আসন, সেই রেকর্ডই এবার ভাঙতে চলেছে। কংগ্রেস পেয়েছিল ৫১টি আসন, জনতা দল ইউনাইটেড ২টি এবং নির্দল ২টি।

আসন কমার ধারা থামছে

আসন কমার ধারা থামছে

২০০৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির আসন কমে হয় ১১৭, কংগ্রেস পায় ৫৯টি আসন, এনসিপি ৩টি, জেডি (ইউ) ১টি ও নির্দল ২টি। ২০১২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির আসন আরও কমে হয় ১১৫। কংগ্রেস পায় ৬১টি, এনসিপি ২টি, গুজরাত পরিবর্তন পার্টি ২টি, জেডি (ইউ) ও নির্দলের ঝুলিতে যায় একটি করে আসন। গুজরাতে সরকার গড়ার পর বিজেপির আসন একশোর নীচে নেমে গিয়েছিল গত বিধানসভা নির্বাচনে। যার অন্যতম কারণ ছিল পাটীদার আন্দোলন। সেবার বিজেপি থামে ৯৯টি আসনে, কংগ্রেস পায় ৭৮টি, ভারতীয় ট্রাইবাল পার্টি ২টি, এনসিপি ১টি ও নির্দল পায় ২টি আসন।

গেরুয়া ঝড়ে নয়া নজির

গেরুয়া ঝড়ে নয়া নজির

এবারের বিধানসভা নির্বাচনে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বিজেপি ভালো ফল করবে বলে আভাস মিলেছিল বুথফেরত সমীক্ষায়। সেটাই সত্যিতে পরিণত হতে চলেছে। শেষ পাওয়া খবরে, বিজেপি এবার এগিয়ে রয়েছে ১৪৮টি আসনে। কংগ্রেস ২২টি আসনে। আম আদমি পার্টি গুজরাতে খাতা খুলতে চলেছে, এগিয়ে রয়েছে ৮টি আসনে। চারটি আসনে এগিয়ে অন্যান্যরা।

English summary
Gujarat Assembly Election Results 2022: BJP To Set New Record By Winning Most Number Of Seats. In 2002, BJP Won 127 Seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X