For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Gujarat Assembly Election: প্রথম পর্যায়ে কেমন হল গুজরাতের ভোট? কতটা আশাবাদী বিজেপি?

Gujarat Assembly Election: প্রথম পর্যায়ে কেমন হল গুজরাতের ভোট? কতটা আশাবাদী বিজেপি?

  • |
Google Oneindia Bengali News

Gujarat Assembly Election 2022: শেষ হল গুজরাত নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ! সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ছিল ভোটদানের সময়সীমা। প্রথম দফাতে গুজরাতের ৮৯টি আসনে ভোট গ্রহণ ছিল। মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে ভোটদান। তবে মোট ১৮২ টি আসনের মধ্যে প্রথম দফাতে সবার নজর ছিল সৌরাষ্ট্র-কচ্ছের উপর। এছাড়াও সে রাজ্যের দক্ষিণের ১৯ টি জেলাতেও এদিন ভোট হয়েছে। প্রথম দফাতে এদিন মোট ৭৮৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে।

59.24 শতাংশ ভোট পড়েছে

প্রথম দফার নির্বাচনে কমিশনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত 59.24 শতাংশ ভোট পড়েছে। তবে এখনও চূড়ান্ত রিপোর্ট আসেনি বলেই জানিয়েছে কমিশন। তাপিতে সবথেকে বেশি ভোট পড়েছে বলে জানা যাচ্ছে। সেখানে 72.32 শতাংশ পোলিং হয়েছে বলে খবর। তবে অমরেলিতে সবথেকে কম ভোটিং হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী সেখানে 52.73 শতাংশ ভোট পড়েছে। কমিশন জানাচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়ে এসে ভোট উৎসবে সামিল হয়েছে। শুধু তাই নয়, রেকর্ড ভোট পড়েছে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে।

বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা

বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট শুরুর পরে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। এমনকি কয়েকটি জায়গাতে ইভিএম মেশিন খারাপের খবর সামনে এসেছে। তাছাড়া বড় কোনও ঘটনার কখন পাওয়া যায়নি বলেই জানিয়েছে কমিশন। আগামী পাঁচ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ের ভোট হতে চলেছে। সেই মতো আজ গুজরাতের বিভিন্ন অংশে প্রচার সেরেছেন মোদী-অমিত শাহ। তবে শেষ হাসি কে হাসবে তা জানতে অবশ্য আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

14,382 কেন্দ্রে হয় ভোট-

14,382 কেন্দ্রে হয় ভোট-

বৃহস্পতিবার ১৪ হাজার ৩৮২ টি কেন্দ্র ভোট গ্রহণ হয়। যার মধ্যে ৩ হাজার ৩১১ টি শহরে এবং ১১ হাজার ০৭১টি গ্রামীণ এলাকাতে বলে জানা যাচ্ছে। ভোটিংয়ের উপর নজর রাখতে ১৩ হাজার ০৬৫ টি কেন্দ্রে লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

২৭ বছর ধরে বিজেপি ক্ষমতায়

গুজরাত বিজেপির শক্ত ঘাঁটি! গত ২৭ বছর ধরে সে রাজ্যে সরকার চালাচ্ছে বিজেপি। সপ্তমবারের মতো ক্ষমতা দখলের চেষ্টা চালাচ্ছে মোদী-শাহ। এবার নির্বাচন তাঁদের কাছে রীতিমত প্রেস্টিজিয়াস ফাইট। এই বার বিজেপিকে সমানে টক্কর দিচ্ছে কংগ্রেস, আম আদমি পার্টি। এছাড়াও একাধিক কেন্দ্রে নির্দল প্রার্থী রয়েছে। ফলে কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ। বলে রাখা প্রয়োজন, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৮২ টি আসনের মধ্যে ৯৯ টি আসন পায়। এবং সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ে। যার মধ্যে কংগ্রেসের ৭৭ টি, তিনটি আসন পায় নির্দল এবং ২ টি আসন বিটিপি এবিং একটি এনসিপি পেয়েছিল।

তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, মানুষ বিজেপির সঙ্গে আছে। রাজ্যের উন্নয়নে ভালো কাজ করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি প্রথম পর্যায়ে বিজেপির পক্ষেই ফল আসবে বলে জানিয়ছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা।

Gujarat election 2022: মোদীর রাজ্যেই অনুন্নয়নের ছবি, ভোটাধিকার নেই সুরাতে উপেক্ষিত ভিন রাজ্যের শ্রমিকরাGujarat election 2022: মোদীর রাজ্যেই অনুন্নয়নের ছবি, ভোটাধিকার নেই সুরাতে উপেক্ষিত ভিন রাজ্যের শ্রমিকরা

English summary
Gujarat Assembly Election 2022: First phase voting completes in Gujarat, know all the updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X