For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ABP C Voter Exit Polls: ২৭ বছর ধরে গুজরাতের মসনদে বিজেপি! এবার কী হবে?

মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই মিটল গুজরাত (Gujarat) নির্বাচন। দু'দফাতে এবার ভোট হয়েছে মোদীর রাজ্যে (ABP C-Voter Gujarat Exit Poll 2022)। কার্যত হাইপ্রোফাইল নির্বাচন। মোদী-শাহের কাছে নিজের গড় আগলে রাখাটা বড় চ্যালেঞ্জ।

  • |
Google Oneindia Bengali News

Exit Poll Results (এক্সিট পোলের পূর্বাভাস) 2022 Gujarat Vidhan Sabha Chunav: মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই মিটল গুজরাত (Gujarat) নির্বাচন। দু'দফাতে এবার ভোট হয়েছে মোদীর রাজ্যে (ABP C-Voter Gujarat Exit Poll 2022)। কার্যত হাইপ্রোফাইল নির্বাচন। মোদী-শাহের কাছে নিজের গড় আগলে রাখাটা বড় চ্যালেঞ্জ।

অন্যদিকে কেজরিওয়াল সহ বিরোধী শিবিরকে আটকে দিতে মরিয়া ছিল বিজেপি শিবির। তবে এবার একাধিক ইস্যুকে সামনে রেখে ভোট হয়েছে গুজরাতে। তবে শেষ হাসি কে হাসবে তা জানতে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশের মানুষকে।

মোদী-শাহের গড়ে ক্ষমতায় কে?

মোদী-শাহের গড়ে ক্ষমতায় কে?

কিন্তু ভোট শেষ হতেই এক্সিট পোলের পূর্বাভাস ধীরে ধীরে আসতে চলেছে। কার্যত মোদী-শাহের গড়ে ক্ষমতায় কে ফিরছে সেই সংক্রান্ত একটা আভাস পাওয়া যায়। একাধিক সংবাদমাধ্যম তাঁদের বুথ এরত সমীক্ষা জানাচ্ছে। তবে এবিপি সি-ভোটারের এক্সিট পোল (ABP C-Voter Gujarat Exit Poll 2022) ইতিমধ্যে সামনে এসেছে। তাঁদের পূর্বাভাস গুজরাতের ক্ষমতায় ফের (Gujarat Exit Poll 2022) একবার ফিরছে বিজেপিই। গত ২৭ বছর সে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। সেই জয়ের ধারা এবারও অব্যাহত থাকছে বলেই উঠে আসছে ABP C-Voter -এর সমীক্ষাতে।

বিজেপির ৪৮ শতাংশ ভোট শেয়ার

বিজেপির ৪৮ শতাংশ ভোট শেয়ার

ABP C-Voter-এর এক্সিট পোল হিসাবে, গুজরাত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির ৪৮ শতাংশ এবং কংগ্রেসের মারে ২৩ শতাংশ ভোট শেয়ারের পূর্বাভাস দেখা যাচ্ছে। অন্যদিকে, আম আদমি পার্টি ভোট ভাগের দিক থেকে একটি দুর্দান্ত লিড পাচ্ছে এবং এটি 27 শতাংশ ভোট ভাগ পেতে পারে। এমনটাই পূর্বাভাসে জানাচ্ছে ABP C-Voter। মাত্র ২ শতাংশ ভোট শেয়ার অন্যান্য দলের খাতায় যেতে পারে এক্সিট পোল জানাচ্ছে। ফলে বিজেপির হাসি বজায় থাকলেও একটা আম আদমিকে নিয়ে একটা উদ্বেগ থেকেই যাচ্ছে বলে মত বুথ ফেরত সমীক্ষাতে।

দক্ষিণ গুজরাতে এগিয়ে বিজেপি

দক্ষিণ গুজরাতে এগিয়ে বিজেপি

এক্সিট পোলের ফলাফল (ABP C-Voter Gujarat Exit Poll 2022) যদি ঠিক হয়, তাহলে দক্ষিণ গুজরাটে বিশাল লিড পেতে চলেছে বিজেপি। শাসক বিজেপি অন্তত ২৪ থেকে ২৮ টি আসন পেতে পারে। ৪ থেকে আটটি আসন পেতে পারে কংগ্রেস এবং ১ থেকে তিনটি আসন আম আদমি পার্টি পেতে পারে বলে ABP C-Voter এর Exit Poll-এ উঠে আসছে। শূন্য থেকে দুটি আসন অন্যান্যরা পেতে পারে বলে আভাস।

কি হবে উত্তর গুজরাতে?

কি হবে উত্তর গুজরাতে?

উত্তর গুজরাতে কিছুটা হলেও খেলা দেখাতে পারে কংগ্রেস। ABP C-Voter এর Exit Poll-জানাচ্ছে, ছয়টি থেকে ১০ টি আসন কংগ্রেস পেতে পারে। যদিও বিজেপি ঝড় অব্যাহতই থাকছে। সেখানে ২১ থেকে ২৫ টি আসন বিজেপি পেতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে ABP C-Voter। তবে উত্তরে কেজরিওয়ালের দাপট তেমন নাও দেওয়া পাওয়া যেতে পারে বলে জানাচ্ছে পূর্বাভাস। ফলে সেখানে ০ থেকে একটি আসন আপের কাছে অন্যদিকে নির্দল হিসাবে ০ থেকে ২ টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।

মোদী-রাজ্যে গেরুয়া ঝড়ের পূর্বাভাস ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের সমীক্ষায়, কে পাবে কত আসনমোদী-রাজ্যে গেরুয়া ঝড়ের পূর্বাভাস ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের সমীক্ষায়, কে পাবে কত আসন

English summary
Gujarat assembly election 2022 Exit poll released by ABP C Voter details in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X